পড়াশুনা

“আপু” “আপি” নাকি “আপা” কোনটি সঠিক ও পার্থক্য কি?

‘আপু’, ‘আপি’ নাকি ‘আপা’ — ভাষার মিষ্টি ভিন্নতা নাকি ভুল ব্যবহার? বাংলা ভাষায় আত্মীয়তা ও সম্বোধনের শব্দগুলো শুধু সম্পর্ক নয়, প্রকাশ করে সামাজিক সংস্কৃতি ও আবেগও। দৈনন্দিন কথাবার্তায় আমরা প্রায়ই শুনি—কেউ বলে “আপু”, কেউ বলে “আপি”, আবার কারও মুখে শোনা যায় “আপা”। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এই তিনটি শব্দের ব্যবহার বেশ সাধারণ, কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগে—আসলেই কোনটি সঠিক? আর বাকিগুলোর মধ্যে পার্থক্যটা কোথায়?


এই শব্দগুলো দেখতে ও শুনতে কাছাকাছি হলেও, এগুলোর উৎস, উচ্চারণ এবং ব্যবহারিক প্রেক্ষাপট এক নয়। ভাষার আঞ্চলিক পার্থক্য, উচ্চারণভেদ ও সামাজিক প্রভাবের কারণে সময়ের সাথে সাথে এগুলো আলাদা আলাদা রূপে জনপ্রিয়তা পেয়েছে। ঠিক এই কারণেই এই বিষয়টি নিয়ে স্পষ্ট ধারণা থাকা গুরুত্বপূর্ণ। অনেকই প্রশ্ন করেন নারীদের “আপু” “আপি” নাকি “আপা” ডাকবো? কারণ, আমাদের মধ্যে অনেকেই আছেন জানেন না কোন বয়সের বা সম্পর্কের নারীদের আপু, আপি ও আপা নামে ডাকা যায়। আজ আমরা এ আর্টিকেলের মাধ্যমে খুব সহজে ও নিজস্ব ভাষায় জানবো কাদের কি নামে ডাকা উচিত ও এ নাম গুলার মধ্যে পার্থক্য কি।

আপু কাকে ডাকা যায়?

আপু বলে ডাকা যায় সাধারণত নিজের মায়ের পেটের বোন ও নিকট আত্বীয় নারীদের। নিকট আত্বীয় বলতে বুঝায়ঃ খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন ইত্যাদি।

আপু বলা হয় সাধারণত যাদের বয়স ০ থেকে ২৫ বছর বয়স। তবে ক্ষেত্র বিশেষে এর বেশি বয়সের কাউকে আপু ডাকা হয়। তাতে কোন সমস্যা নেই।

আপি কাকে ডাকা যায়?

বর্তমানে অনেক শখ ও স্টাইল করে নিজ বোন বা নারীদের আপি বলে ডেকে থাকেন। তবে খুব কাছের ও পরিচিত মানুষ না হলে এ নামে ডাকা যায় না। আপি নামে সাধারণত কম বয়সী মেয়ে বা নারীকে ডাকা হয়। আবার যে এ নামে ডেকে থাকে তার বয়স ও কম থাকে।

সাধারণত ০ থেকে ২০ বছর বয়সী মেয়েদের আপি নামে ডাকা হয় ও যারা আপি নামে ডাকেন তাদের বয়স ও ০ থেকে ২০ বছর বয়সের মধ্যে হয়ে থাকে।

আপি নামটি বর্তমানে ট্রেন্ডে আছে, এখন পরিচিত ও অমনকি অপরিচিত কম বয়সি সকলকেই প্রায় এ নামে ডেকে থাকেন। মনে করা হয় এ নামে ডাকলে মায়া, ভালোবাসা বাড়ে ও সহজে কিছু আদায় করা সম্ভব।

আপা কাকে ডাকা যায়?

আমাদের দেশে সাধারণত একটু বেশি বয়স্ক মহিলা বা নারীদের আপা বলে ডাকা হয়। যেমনঃ আপন বড় বোন।

আপন বড় বোন ছাড়াও অপিরিচিত বয়স্ক কোন মহিলা বা নারীদের এ নামে ডাকা যায়। সাধারণত ৩০ থেকে ৫০ বছর বয়স্ক নারী বা মহিলাদের আপা নামে ডাকা হয়।

“আপু” “আপি” নাকি “আপা” কোনটি সঠিক ও পার্থক্য কি??

“আপু” “আপি” নাকি “আপা” তিনটাই সঠিক। আসলে একেক জন একেক পরিবেশ ও পরিস্থিতিতে নারীদের “আপু” “আপি” ও “আপা” নামে ডেকে থাকেন।

আবার এটা নির্ভর করে আপনার অভ্যেস, বয়স ও ইচ্ছের উপর। তবে আমাদের সব সময় উচিত সঠিক ব্যক্তিকে সঠিক নামে ডাকা।

শেষ কথা

এ পোস্টে আমরা বিস্তারিক আলোচনা করে নারীদের আপু, আপা বা আপি ডাকা নিয়ে। আশা করি আপনি বুঝতে পেড়েছেন। বিষয়টি বন্ধুদের সাথে শেয়ার করুন ও আপনার মূলবান পরামর্শ কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button