“ঁ” বা “চন্দ্রবিন্দু” যোগে শব্দ গঠন ২০২৪! বাংলা বর্ণ যোজনা শেখার জন্য ঁ বা চন্দ্রবিন্দু এর ব্যবহার অবশ্যই আপনার বাচ্চাকে জানতে হবে। তাই এ পোস্টে আমরা শিখবো “ঁ” যোগে শব্দ গঠন, ঁ যোগে শব্দ, ঁ যোগে দুই অক্ষরের শব্দ, ঁ যোগে তিন অক্ষরের শব্দ” । শব্দ গঠন শেখা শেষে অনুশীলন করার জন্য নিচে শূন্যস্থান পূরণ দেয়া হল যা আপনার বাচ্চার জন্য খুবই জরুরি। চলুন শুরু করা যাকঃ
ঁ যোগে শব্দ গঠন
নিচে ১০ টি শব্দ গঠন লিখা হলো যা ঁ দিয়ে গঠন হয়েছেঃ
১. দাঁ + ত = দাঁত
২. কাঁ + ধ = কাঁধ
৩. চাঁ + দ = চাঁদ
৪. হাঁ + স = হাঁস
৫. বাঁ + শ = বাঁশ
৬. ষাঁ + ড় = ষাঁড়
৭. পাঁ + ক = পাঁক
৮. পাঁ + চ = পাঁচ
৯. বাঁ + ক = বাঁক
১০. শাঁ + খ = শাঁখ ।
ঁ যোগে দুই অক্ষরের শব্দ
১. আঁ + কা = আঁকা
২. বাঁ + কা = বাঁকা
৩. জোঁ + ক = জোঁক
৪. খাঁ + টি = খাঁটি
৫. বাঁ + শি = বাঁশি
৬. গাঁ + থা = গাঁথা
৭. কাঁ + চা = কাঁচা,
৮. বাঁ + ধা = বাঁধা
৯. কাঁ + টা = কাঁটা
১০. পেঁ + চা = পেঁচা ।
ঁ যোগে তিন অক্ষরের শব্দ
নিচে ঁ যোগে তিন অক্ষরের কিছু সহজ শব্দ গঠন দেয়া হলোঃ
১. কাঁ + ঠা + ল = কাঁঠাল
২. আঁ + চ + ল = আঁচল
৩. পঁ + চি + শ = পঁচিশ
৪. ইঁ + দু + র = ইঁদুর
৫. বাঁ + শ + রি = বাঁশরি
৬. শাঁ + খা + রি = শাঁখারি
৭. আঁ + ধা + র = আঁধার
৮. কাঁ + ক + ন = কাঁকন
৯. পি + পঁ + ড়ে = পিপঁড়ে
১০. বাঁ + ধা + নো = বাঁধানো ।
ফাঁকা ঘড়ে শব্দ বসিয়ে “ঁ” বা “চন্দ্রবিন্দু” দিয়ে দুই অক্ষরের শব্দ গঠন করঃ
১. দাঁ —-
২. কাঁ —-
৩. চাঁ —-
৪. হাঁ —-
৫. বাঁ —-
৬. গাঁ —-
৭. কাঁ —-
৮. বাঁ —-
৯. কাঁ —-
১০. পেঁ —-
ফাঁকা ঘড়ে শব্দ বসিয়ে “ঁ” বা “চন্দ্রবিন্দু” দিয়ে তিন অক্ষরের শব্দ গঠন করঃ
১. কাঁ —- ল
২. আঁ —- ল
৩. পঁ —- শ
৪. ইঁ —- র
৫. বাঁ —- রি
৬. শাঁ —- রি
৭. আঁ —- র
৮. কাঁ —- ন
৯. পিপঁ —-
১০. বাঁধা —-
বাংলা ব্যাকরণের চন্দ্রবিন্দু ঁঁ ব্যবহারের সঠিক নিয়ম
উক্ত পোস্টে আমরা শিখলাম ঁ বা “চন্দ্রবিন্দু” দিয়ে দুই ও তিন অক্ষরের শব্দ গঠন। উপরের দুটি অনুশীলন খাতায় লিখে আপনার বাচ্চাকে বার বার অভ্যাস করান। আরো কিছু জানার থাকলে কমেন্ট করুণ বা আমাদেরর মেইল করুণ। পোস্ট টি আপনার উপকারে আসলে ও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।