“ই-কার” বা “ি” কার যোগে শব্দ গঠন ২০২৪
“ই-কার” বা “ি” কার যোগে শব্দ গঠন ২০২৪! বাংলা শব্দ গঠন শেখার জন্য প্রত্যেকটি “কার” এর ব্যবহার অবশ্যই আপনার বাচ্চাকে জানতে হবে। তাই এ পোস্টে আমরা শিখবো “ই-কার যোগে শব্দ গঠন, ই কার যোগে শব্দ, ই কার যোগে দুই অক্ষরের শব্দ, ই কার যোগে তিন অক্ষরের শব্দ” । শব্দ গঠন শেখা শেষে অনুশীলন করার জন্য নিচে শূন্যস্থান পূরণ দেয়া হল যা আপনার বাচ্চার জন্য খুবই জরুরি। চলুন শুরু করা যাকঃ
ই কার যোগে শব্দ গঠন
নিচে ১০ টি শব্দ গঠন লিখা হলো যা ই কার দিয়ে গঠন হয়েছেঃ
ডি + ম = ডিম,
দি + ন = দিন,
চি + ল = চিল,
ঠি + ক = ঠিক,
নি + ম = নিম,
শি + ম = শিম,
তি + ল = তিল,
চি + তা = চিতা,
পি + ঠা = পিঠা,
মি + তা = মিতা ।
ই কার যোগে দুই অক্ষরের শব্দ
নিচে ই কার যোগে দুই অক্ষরের প্রায় ২৫ টি শব্দ গঠন দেয়া হলোঃ
মি + নি = মিনি,
চি + নি = চিনি,
শি + শি = শিশি,
নি + শি = নিশি,
লি + খি = লিখি,
গি + রি = গিরি,
শি + খি = শিখি,
মি + লি = মিলি,
দি + দি = দিদি,
কি + নি = কিনি,
তি + মি = তিমি,
লি + পি = লিপি,
মি + ল = মিল,
ঠি + ল = ঠিল,
খি + ল = খিল,
টি + ন = টিন,
ক + বি = কবি,
বা + কি = বাকি,
ছ + ড়ি = ছড়ি,
দ + ড়ি = দড়ি,
দ + ধি = দধি,
ম + নি = মনি,
মা + টি = মাটি,
হাঁ + ড়ি = হাঁড়ি,
পা + নি = পানি ।
ই কার যোগে তিন অক্ষরের শব্দ
নিচে ই কার যোগে তিন অক্ষরের কিছু সহজ শব্দ গঠন দেয়া হলোঃ
কি + র + ণ = কিরন,
নি + ক + ট = নিকট,
পি + ত + ল = পিতল,
দি + ব + স = দিবস,
ভি + ত + র = ভিতর,
ম + লি + ন = মলিন,
প + থি + ক = পথিক,
দ + লি + ল = দলিল,
গ + ঠি + ত = গঠিত,
গ + ণি + ত = গণিত,
এ + ক + টি = একটি,
হ + রি + ণ = হরিণ,
শি + শি +র = শিশির,
নি + বি + ড় = নিবিড়,
বি + হি + ত = বিহিত ।
ফাঁকা ঘড়ে শব্দ বসিয়ে “ই কার” বা “ি” দিয়ে দুই অক্ষরের শব্দ গঠন করঃ
১. চি —-
২. পি —-
৩. মি —-
৪. ডি —-
৫. গি —-
৬. মা —-
৭. পা —-
৮. লি —-
৯. ক —-
১০. তি —-
ফাঁকা ঘড়ে শব্দ বসিয়ে “ই কার” বা “ি” দিয়ে তিন অক্ষরের শব্দ গঠন করঃ
১. কি —- ণ
২. দ —- ল
৩. ভি —- র
৪. ম —- ন
৫. গ —- ত
৬. পি — ল,
৭. নি —- ট,
৮. শি —- র,
৯. বি —- ত
১০. এক —-
উক্ত পোস্টে আমরা শিখলাম “ই কার” বা “ি” দিয়ে দুই ও তিন অক্ষরের শব্দ গঠন। উপরের দুটি অনুশীলন খাতায় লিখে আপনার বাচ্চাকে বার বার অভ্যাস করান। আরো কিছু জানার থাকলে কমেন্ট করুণ বা আমাদেরর মেইল করুণ। পোস্ট টি আপনার উপকারে আসলে ও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।