“ঃ” বা “বিসর্গ” যোগে শব্দ গঠন ২০২৪! বাংলা বর্ণ যোজনা শেখার জন্য ঃ বা বিসর্গ এর ব্যবহার অবশ্যই আপনার বাচ্চাকে জানতে হবে। তাই এ পোস্টে আমরা শিখবো “ঃ” যোগে শব্দ গঠন, ঃ যোগে শব্দ, ঃ যোগে দুই অক্ষরের শব্দ, ঃ যোগে তিন অক্ষরের শব্দ” । শব্দ গঠন শেখা শেষে অনুশীলন করার জন্য নিচে শূন্যস্থান পূরণ দেয়া হল যা আপনার বাচ্চার জন্য খুবই জরুরি। চলুন শুরু করা যাকঃ
ঃ যোগে শব্দ গঠন বা ঃ যোগে দুই অক্ষরের শব্দ
নিচে ১০ টি শব্দ গঠন লিখা হলো যা ঃ দিয়ে গঠন হয়েছেঃ
১. আ + ঃ = আঃ
২. উ + ঃ = উঃ
৩. ছি + ঃ = ছিঃ
৪. নিঃ + স্ব = নিঃস্ব
৫. দুঃ + খী = দুঃখী
৬. দুঃ + খ = দুঃখ
৭. দুঃ + স্থ = দুঃস্থ
৮. অ + ধঃ = অধঃ
৯. পু + নঃ = পুনঃ
১০. ম + নঃ = মনঃ ।
ঃ যোগে তিন অক্ষরের শব্দ
নিচে ঃ যোগে তিন অক্ষরের কিছু সহজ শব্দ গঠন দেয়া হলোঃ
১. নিঃ + শে + ষ = নিঃশেষ
২. দুঃ + স + হ = দুঃসহ
৩. দুঃ + স্ব + প্ন = দুঃস্বপ্ন
৪. নিঃ + স্বা + র্থ = নিঃস্বার্থ
৫. দুঃ + খি + ত = দুঃখিত
৬. দুঃ + স + হ = দুঃসহ
৭. নিঃ + শ + ব্দ = নিঃশব্দ
৮. নিঃ + স + ঙ্গ = নিঃসঙ্গ
৯. দুঃ + শী + ল = দুঃশীল
১০. নিঃ + সৃ + ত = নিঃসৃত ।
ঃ যোগে চার অক্ষরের শব্দ
নিচে ঃ যোগে চার অক্ষরের কিছু সহজ শব্দ গঠন দেয়া হলোঃ
১. দুঃ + সা + হ + স = দুঃসাহস
২. দুঃ + স + ম + য় = দুঃসময়
৩. নিঃ + স + হা + য় = নিঃসহায়
৪. পু + নঃ + পু + নঃ = পুনঃপুনঃ
৫. অ + ধঃ + প + ত = অধঃপত
৬. ম + নঃ + পূ + ত = মনঃপূত
৭. ব + হিঃ + শ + ত্রু = বহিঃশত্রু
৮. স্ব + তঃ+ স্ফূ + র্ত = স্বতঃস্ফূর্ত
৯. প্রা + তঃ + কা + ল = প্রাতঃকাল
১০. ম + নঃ + ক + ষ্ট = মনঃকষ্ট ।
ফাঁকা ঘড়ে শব্দ বসিয়ে “ঃ” বা “বিসর্গ” দিয়ে দুই অক্ষরের শব্দ গঠন করঃ
১. আ —-
২. উ —-
৩. ছি —-
৪. নিঃ —-
৫. দুঃ —-
৬. দুঃ —-
৭. দুঃ —-
৮. অ —-
৯. পু —-
১০. ম —-
ফাঁকা ঘড়ে শব্দ বসিয়ে “ঃ” বা “বিসর্গ” দিয়ে তিন অক্ষরের শব্দ গঠন করঃ
১. নিঃ —- ষ
২. দুঃ —- হ
৩. দুঃ —- প্ন
৪. নিঃ —- র্থ
৫. দুঃ —- ত
৬. দুঃ —- হ
৭. নিঃ —- ব্দ
৮. নিঃ —- ঙ্গ
৯. দুঃ —- ল
১০. নিঃসৃ —-
উক্ত পোস্টে আমরা শিখলাম ঃ বা “বিসর্গ” দিয়ে দুই ও তিন অক্ষরের শব্দ গঠন। উপরের দুটি অনুশীলন খাতায় লিখে আপনার বাচ্চাকে বার বার অভ্যাস করান। আরো কিছু জানার থাকলে কমেন্ট করুণ বা আমাদেরর মেইল করুণ। পোস্ট টি আপনার উপকারে আসলে ও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।