পড়াশুনা

“ও-কার” বা “ো” কার যোগে শব্দ গঠন ২০২৪

“ও-কার” বা “ো” কার যোগে শব্দ গঠন ২০২৪! বাংলা শব্দ গঠন শেখার জন্য প্রত্যেকটি “কার” এর ব্যবহার অবশ্যই আপনার বাচ্চাকে জানতে হবে। তাই এ পোস্টে আমরা শিখবো “ও-কার যোগে শব্দ গঠন, ও কার যোগে শব্দ, ও কার যোগে দুই অক্ষরের শব্দ, ও কার যোগে তিন অক্ষরের শব্দ” । শব্দ গঠন শেখা শেষে অনুশীলন করার জন্য নিচে শূন্যস্থান পূরণ দেয়া হল যা আপনার বাচ্চার জন্য খুবই জরুরি। চলুন শুরু করা যাকঃ

ও কার যোগে শব্দ গঠন

নিচে ১০ টি শব্দ গঠন লিখা হলো যা ও কার দিয়ে গঠন হয়েছেঃ

১. চো + খ = চোখ,

২. ঢো + ল = ঢোল,

৩. ভো + র = ভোর,

৪. চো + র = চোর,

৫. ঝো + ল = ঝোল,

৬. মো + টা = মোটা,

৭. খো + কা = খোকা,

৮. তো + তা = তোতা,

৯. ছো + লা = ছোলা,

১০. খো + লা = খোলা ।

ও কার যোগে দুই অক্ষরের শব্দ

নিচে ও কার যোগে দুই অক্ষরের প্রায় ২০ টি শব্দ গঠন দেয়া হলোঃ

১. ঘো + লা = ঘোলা,

২. চো + ঙা = চোঙা,

৩. ডো + রা = ডোরা,

৪. বো + কা = বোকা,

৫. বো + ঝা= বোঝা,

৬. রো + গা = রোগা,

৭. কো + ল = কোল,

৮. কো + ণ = কোণ,

৯. গো + ল = গোল,

১০. শো + ক = শোক,

১১. সো + জা = সোজা,

১২. সো + না = সোনা,

১৩. দো + ল = দোল,

১৪. ভো + গ = ভোগ,

১৫. বো + ধ = বোধ,

১৬. পো + কা = পোকা,

১৭. ধো + পা = ধোপা

১৮. ফোঁ + টা = ফোঁটা,

১৯. বোঁ + টা = বোঁটা,

২০. ধোঁ + কা = ধোঁকা ।

ও কার যোগে তিন অক্ষরের শব্দ

নিচে ও কার যোগে তিন অক্ষরের কিছু সহজ শব্দ গঠন দেয়া হলোঃ

১. মো + র + গ = মোরগ,

২. পো + শা + ক = পোশাক,

৩. দো + কা + ন = দোকান,

৪. গো + লা + প = গোলাপ,

৫. খো + ক + ন = খোকন,

৬. কো + ম + ল = কোমল,

৭. বো + তা + ম = বোতাম,

৮. ঢো + ল + ক = ঢোলক,

৯. ভো + জ + ন = ভোজন,

১০. বো + ত + ল = বোতল,

১১. গো + য়া + ল = গোয়াল,

১২. রো + প + ন = রোপন,

১৩. আ + মো + দ = আমোদ,

১৪. সো + হা + গ = সোহাগ,

১৫. দো + ল + না = দোলনা ।

ফাঁকা ঘড়ে শব্দ বসিয়ে “ও” কার” বা “ো” দিয়ে দুই অক্ষরের শব্দ গঠন করঃ

১. চো —-

২. ঢো —-

৩. ভো —-

৪. বো —-

৫. বো —-

৬. রো —-

৭. কো —-

৮. কো —-

৯. গো —-

১০. শো —-

ফাঁকা ঘড়ে শব্দ বসিয়ে “ও” কার” বা “ো” দিয়ে তিন অক্ষরের শব্দ গঠন করঃ

১. মো —- গ

২. পো —- ক

৩. দো —- ন

৪. গো —- প

৫. খো —- ন

৬. গো —- ল

৭. রো —- ন

৮. আ —- দ

৯. সোহা —-

১০. দোল —-

উক্ত পোস্টে আমরা শিখলাম “ও কার” বা “ো” দিয়ে দুই ও তিন অক্ষরের শব্দ গঠন। উপরের দুটি অনুশীলন খাতায় লিখে আপনার বাচ্চাকে বার বার অভ্যাস করান। আরো কিছু জানার থাকলে কমেন্ট করুণ বা আমাদেরর মেইল করুণ। পোস্ট টি আপনার উপকারে আসলে ও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button