“ঊ-কার” বা “ূ” কার যোগে শব্দ গঠন ২০২৪! বাংলা শব্দ গঠন শেখার জন্য প্রত্যেকটি “কার” এর ব্যবহার অবশ্যই আপনার বাচ্চাকে জানতে হবে। তাই এ পোস্টে আমরা শিখবো “ঊ-কার যোগে শব্দ গঠন, ঊ কার যোগে শব্দ, ঊ কার যোগে দুই অক্ষরের শব্দ, ঊ কার যোগে তিন অক্ষরের শব্দ” । শব্দ গঠন শেখা শেষে অনুশীলন করার জন্য নিচে শূন্যস্থান পূরণ দেয়া হল যা আপনার বাচ্চার জন্য খুবই জরুরি। চলুন শুরু করা যাকঃ
ঊ কার যোগে শব্দ গঠন
নিচে ১০ টি শব্দ গঠন লিখা হলো যা ঊ কার দিয়ে গঠন হয়েছেঃ
১. মূ + লা = মূলা,
২. ব + ধূ = বধূ,
৩. সূ + তা = সূতা,
৪. কূ + প = কূপ,
৫. কূ + ল = কূল,
৬. ভূ + ত = ভূত,
৭. ধূ + লি = ধূলি,
৮. শূ + ড় = শূড়,
৯. দূ + র = দূর,
১০. সূ + চী = সূচী ।
ঊ কার যোগে দুই অক্ষরের শব্দ
নিচে ঊ কার যোগে দুই অক্ষরের প্রায় ২০ টি শব্দ গঠন দেয়া হলোঃ
সূ + র্য = সূর্য,
শূ + ল = শূল,
ধূ + ম = ধূম,
ধূ + প = ধূপ,
মূ + ল = মূল,
চূ + র্ন = চুর্ন,
পূ + র্ব = পূর্ব,
শূ + ন্য = শূন্য,
চূ + ড়া = চূড়া,
ভূ + মি = ভূমি,
তূ + লা = তূলা,
পূ + র্ন = পূর্ন,
দূ + ত = দূত,
মূ + ক = মূক,
নূ + র = নূর,
রূ + পা = রূপা,
পূ + জা = পূজা,
মূ + ঢ় = মূঢ়,
রূ + ঢ় = রূঢ়,
ভূ + সি = ভূসি ।
ঊ কার যোগে তিন অক্ষরের শব্দ
নিচে ঊ কার যোগে তিন অক্ষরের কিছু সহজ শব্দ গঠন দেয়া হলোঃ
১. ম + য়ূ + র = ময়ূর,
২. ধূ + স + র = ধূসর,
৩. অ + কূ + ল = অকূল,
৪. নু + পূ + র = নুপূর,
৫. ভূ + ত + ল = ভূতল,
৬. সূ + চ + না = সূচনা,
৭. পূ + র + ণ = পূরণ,
৮. দূ + ষ + ণ = দূষণ,
৯. নূ + ত + ন = নূতন,
১০. ভূ + মি + কা = ভূমিকা ।
ফাঁকা ঘড়ে শব্দ বসিয়ে “ঊ কার” বা “ূ” দিয়ে দুই অক্ষরের শব্দ গঠন করঃ
১. কূ —-
২. ব —-
৩. কূ —-
৪. দূ —-
৫. শূ —-
৬. ভূ —-
৭. নূ —-
৮. তূ —-
৯. রূ —-
১০. পূ —-
ফাঁকা ঘড়ে শব্দ বসিয়ে “ঊ কার” বা “ূ” দিয়ে তিন অক্ষরের শব্দ গঠন করঃ
১. ম —- র
২. ধূ —- র
৩. অ —- ল
৪. নু —- র
৫. ভূ —- ল
৬. সূ —- না
৭. পূ —- ণ
৮. দূ —- ণ
৯. নূত —-
১০. ভূমি —–
উক্ত পোস্টে আমরা শিখলাম “ঊ কার” বা “ূ” দিয়ে দুই ও তিন অক্ষরের শব্দ গঠন। উপরের দুটি অনুশীলন খাতায় লিখে আপনার বাচ্চাকে বার বার অভ্যাস করান। আরো কিছু জানার থাকলে কমেন্ট করুণ বা আমাদেরর মেইল করুণ। পোস্ট টি আপনার উপকারে আসলে ও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।