“ঋ-কার” বা “ৃ” কার যোগে শব্দ গঠন ২০২৪
“ঋ-কার” বা “ৃ” কার যোগে শব্দ গঠন ২০২৪! বাংলা শব্দ গঠন শেখার জন্য প্রত্যেকটি “কার” এর ব্যবহার অবশ্যই আপনার বাচ্চাকে জানতে হবে। তাই এ পোস্টে আমরা শিখবো “ঋ-কার যোগে শব্দ গঠন, ঋ কার যোগে শব্দ, ঋ কার যোগে দুই অক্ষরের শব্দ, ঋ কার যোগে তিন অক্ষরের শব্দ” । শব্দ গঠন শেখা শেষে অনুশীলন করার জন্য নিচে শূন্যস্থান পূরণ দেয়া হল যা আপনার বাচ্চার জন্য খুবই জরুরি। চলুন শুরু করা যাকঃ
ঋ কার যোগে শব্দ গঠন
নিচে ১০ টি শব্দ গঠন লিখা হলো যা ঋ কার দিয়ে গঠন হয়েছেঃ
১. তৃ + ণ = তৃণ,
২. মৃ + গ = মৃগ,
৩. গৃ + হ = গৃহ,
৪. কৃ + ত = কৃত,
৫. ঘৃ + ত = ঘৃত,
৬. দৃ + ঢ় = দৃঢ়,
৭. কৃ + শ = কৃশ,
৮. কৃ + পা = কৃপা,
৯. ঘৃ + ণা = ঘৃণা,
১০. তৃ + ষা = তৃষা ।
ঋ কার যোগে দুই অক্ষরের শব্দ
নিচে ঋ কার যোগে দুই অক্ষরের প্রায় ২০ টি শব্দ গঠন দেয়া হলোঃ
১. মৃ + দু = মৃদু,
২. মৃ + ত = মৃত,
৩. কৃ + ষি = কৃষি,
৪. ধৃ + ত = ধৃত,
৫. পি + তৃ = পিতৃ,
৬. কৃ + ত = কৃত,
৭. কৃ + তি = কৃতি,
৮. সৃ + ষ্ট = সৃষ্ট,
৯. সৃ + ষ্টি = সৃষ্টি,
১০. দৃ + শ্য = দৃশ্য,
১১. দৃ + ষ্টি = দৃষ্টি,
১২. বৃ + ষ্টি = বৃষ্টি,
১৩. তৃ + না = তৃনা,
১৪. বৃ + থা = বৃথা,
১৫. নৃ + প = নৃপ,
১৬. বৃ + ষ = বৃষ,
১৭. তৃ + প্তি = তৃপ্তি,
১৮. বৃ + ত্ত = বৃত্ত,
১৯. বৃ + দ্ধ = বৃদ্ধ,
২০. সৃ + তি = সৃতি ।
ঋ কার যোগে তিন অক্ষরের শব্দ
নিচে ঋ কার যোগে তিন অক্ষরের কিছু সহজ শব্দ গঠন দেয়া হলোঃ
১. কৃ + প + ণ = কৃপন,
২. পৃ + থ + ক = পৃথক,
৩. অ + মৃ + ত = অমৃত,
৪. আ + বৃ + ত = আবৃত,
৫. কৃ + ষ + ক = কৃষক,
৬. কৃ + প + ণ = কৃপণ,
৭. মৃ + গে + ল = মৃগেল,
৮. পৃ + থি + বী = পৃথিবী,
৯. শৃ + গা + ল = শৃগাল,
১০. গৃ + হি + ণী = গৃহিণী ।
ফাঁকা ঘড়ে শব্দ বসিয়ে “ঋ কার” বা “ৃ” দিয়ে দুই অক্ষরের শব্দ গঠন করঃ
১. কৃ —-
২. ঘৃ —-
৩. তৃ —-
৪. মৃ —-
৫. মৃ —-
৬. কৃ —-
৭. ধৃ —-
৮. পি —-
৯. বৃ —-
১০. বৃ —-
ফাঁকা ঘড়ে শব্দ বসিয়ে “ঋ কার” বা “ৃ” দিয়ে তিন অক্ষরের শব্দ গঠন করঃ
১. কৃ —- ণ
২. পৃ —- ক
৩. অ —- ত
৪. আ —- ত
৫. কৃ —- ক
৬. কৃ —- ণ
৭. মৃ —- ল
৮. পৃ —- বী
৯. শৃগা —-
১০. গৃহি —-
উক্ত পোস্টে আমরা শিখলাম “ঋ কার” বা “ৃ” দিয়ে দুই ও তিন অক্ষরের শব্দ গঠন। উপরের দুটি অনুশীলন খাতায় লিখে আপনার বাচ্চাকে বার বার অভ্যাস করান। আরো কিছু জানার থাকলে কমেন্ট করুণ বা আমাদেরর মেইল করুণ। পোস্ট টি আপনার উপকারে আসলে ও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।