“আ-কার” বা “া” কার যোগে শব্দ গঠন ২০২৪
“আ-কার” বা “া” কার যোগে শব্দ গঠন ২০২৪! বাংলা শব্দ গঠন শেখার জন্য প্রত্যেকটি “কার” এর ব্যবহার অবশ্যই আপনার বাচ্চাকে জানতে হবে। তাই এ পোস্টে আমরা শিখবো “আ-কার যোগে শব্দ গঠন, আ কার যোগে শব্দ, আ কার যোগে দুই অক্ষরের শব্দ, আ কার যোগে তিন অক্ষরের শব্দ” । শব্দ গঠন শেখা শেষে অনুশীলন করার জন্য নিচে শূন্যস্থান পূরণ দেয়া হল যা আপনার বাচ্চার জন্য খুবই জরুরি। চলুন শুরু করা যাকঃ
আ কার যোগে শব্দ গঠন
নিচে ১০ টি শব্দ গঠন লিখা হলো যা আ কার দিয়ে গঠন হয়েছেঃ
পা + নি = পানি,
না + নী = নানী,
রা + নী = রানী,
চা + বি = চাবি,
ছা + ত্র = ছাত্র,
ভা + ত = ভাত,
দা + ন = দান,
দা + দী = দাদী,
পা + ত্র = পাত্র,
জা + ল = জাল ।
আ কার যোগে দুই অক্ষরের শব্দ
নিচে আ কার যোগে দুই অক্ষরের প্রায় ২৫ টি শব্দ গঠন দেয়া হলোঃ
টা + কা = টাকা,
ছা + তা = ছাতা,
গা + ধা = গাধা,
তা + লা = তালা,
বা + বা = বাবা,
কা + কা = কাকা,
মা + মা = মামা,
দা + দা = দাদা,
না + না = নানা,
খা + তা = খাতা,
জা + মা = জামা,
থা + লা = থালা,
খা + লা = খালা,
চা + লা = চালা,
ডা + না = ডানা,
রা + খা = রাখা,
সা + দা = সাদা,
রা + জা = রাজা,
চা + চা = চাচা,
খাঁ + জা = খাঁজা,
যাঁ + তা = যাঁতা,
বাঁ + কা = বাঁকা,
কাঁ + চা = কাঁচা,
খাঁ + চা = খাঁচা ।
আ কার যোগে তিন অক্ষরের শব্দ
নিচে আ কার যোগে তিন অক্ষরের কিছু সহজ শব্দ গঠন দেয়া হলোঃ
না + মা + জ = নামাজ,
সি + য়া + ম = সিয়াম,
যা + কা + ত = যাকাত,
চা + ল + ক = চালক,
চা + লা + ক = চালাক,
সা + বা + ন = সাবান,
সা + লা + ম = সালাম,
জা + ন্না + ত = জান্নাত,
গা + ম + ছা = গামছা,
বাঁ + ধ + ন = বাঁধন ।
ফাঁকা ঘড়ে শব্দ বসিয়ে “আ কার” বা “া” দিয়ে দুই অক্ষরের শব্দ গঠন করঃ
১. ছা —-
২. পা —-
৩. রা —-
৪. ডা —-
৫. চা —-
৬. বাঁ —-
৭. দা —-
৮. বা —-
৯. কাঁ —-
১০. সা —-
ফাঁকা ঘড়ে শব্দ বসিয়ে “আ কার” বা “া” দিয়ে তিন অক্ষরের শব্দ গঠন করঃ
১. না —- জ
২. সা —- ম
৩. চা —- ক
৪. যা —- ত
৫. চা —- ক
৬. সা —- ন
৭. গা —- ছা
৮. বাঁ —- ন
৯. সিয়া —-
১০. জান্না —-
উক্ত পোস্টে আমরা শিখলাম “আ কার” বা “া” দিয়ে দুই ও তিন অক্ষরের শব্দ গঠন। উপরের দুটি অনুশীলন খাতায় লিখে আপনার বাচ্চাকে বার বার অভ্যাস করান। আরো কিছু জানার থাকলে কমেন্ট করুণ বা আমাদেরর মেইল করুণ। পোস্ট টি আপনার উপকারে আসলে ও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।