ইসলামিক

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত

বেফাক বা বেফাকুল বাংলাদেশের আরবী শিক্ষা প্রতিষ্ঠান তথা কওমী মাদরাসা সমূহের ঐক্যমতের একটি সংস্থা।

বাংলাদেশের মাদরাসাগুলোর খারাপ অবস্থার দূরি করনে দারুল উলূম দেওবন্দের অনুকরণে প্রতিষ্ঠিত বাংলাদেশস্থ দারুল উলূমের শাখা-প্রশাখা প্রতিষ্ঠান সমূহকে একত্রিত ও ঐক্যবদ্ধ করার মাধ্যমে জাতির বৃহত্তম কল্যানের জন্য বাংলাদেশের সর্ব স্তরের মাশাইখ এবং উলামায়ে কিরাম একটা কওমী মাদরাসা শিক্ষা বোর্ড গড়ে তোলে।

এর নাম রাখা হয় “বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ” যা সংক্ষেপে বেফাক নামে পরিচিত”। আসমানী শিক্ষা ও এ শিক্ষায় শিক্ষিত এক ঝাঁক ব্যক্তিদের মাধ্যমে জাতি গঠন, নিরক্ষরতা, মূর্খতা দূরীকরণ এবং দরিদ্রতা, সন্ত্রাসমুক্ত সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ গঠন করা ও কোরানের বিধান বাস্তবায়নেই এ সংস্থার প্রধান উদ্দেশ্য।

বেফাক কোথায় অবস্থিত?

বেফাকের ঠিকানাঃ হোল্ডিং – ২০৫, কাজলার পাড় (ভাঙ্গাপ্রেস), যাত্রাবাড়ী, ঢাকা – ১২৩৬

যোগাযোগঃ

মেইলঃ wifaqbd@gmail.com
মোবাইলঃ 01716-299444
মাদরাসা রেজিস্ট্রেশন (ইলহাক) ও ডাক শাখাঃ ০১৯৭৭৫০৫০৫৭
তা‘লিম তরবিয়াত (মাদরাসা পরিদর্শন) বিভাগঃ ০১৭২৫৮৩৭১১৫
পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগঃ ০১৭১৬২৯৯৪৪৪,
পরীক্ষা নিয়ন্ত্রকঃ ০১৮৭৭৩৮৫৯৪৬
হিসাব বিভাগঃ ০১৮৭৭৩৮৫৯৪৯,
প্রকাশনাঃ ০১৭৯৮২৮৮৩৯২

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ফেসবুক পেজ

ফেসবুক পেজের লিংক > বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ফেসবুক

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ইউটিউব চ্যানাল

ইউটিউব চ্যানালের লিংক > বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশে ইউটিউব

বেফাকের বর্তমান সভাপতি কে?

বেফাকের বর্তমান সভাপতির নাম হলোঃ আল্লামা মাহমূদুল হাসান।

জেনে নিন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সভাপতিগণকে ও কে কত সাল পর্যন্ত ছিলেন

বেফাকের বর্তমান মহাসচিব কে?

বেফাকের বর্তমান মহাসচিবের নাম হলোঃ মাওলানা মাহফুজুল হক

বেফাকের লক্ষ্য ও উদ্দেশ্য কি?

বেফাকের লক্ষ্য ও উদ্দেশ্য গুলা নিন্মরূপঃ

১. বাংলাদেশের কওমী মাদরাসাসমূহকে একত্রিত করা,
২. দ্বীন ইসলামের হিফাযত করা,
৩. দ্বীনী শিক্ষার বিষয়ে সকলকে উৎসাহিত করে তোলা,
৪. কওমী মাদরাসা সমূহকে জনগণের নিকট ধর্মীয় খিদমতগার প্রতিষ্ঠান হিসেবে পরিচিত করানো,
৫. কওমী মাদরাসা সমূহকে সকল ফেৎনা-ফাসাদ ও ইসলাম বিরোধীদের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা,
৬. যোগ্য মুদাররিস গড়ে তোলার জন্য প্রশিক্ষণ দান ও উচ্চ শিক্ষার ব্যবস্থা করা,
৭. বিশ্বের বিভিন্ন দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক স্থাপন করা,
৮. কওমী মাদরাসা শিক্ষার মানোন্নয়নকল্পে বিভিন্ন পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা,
৯. দ্বীনী আরবী শিক্ষার ক্ষেত্রে কওমী মাদরাসাসমূহের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরার মাধ্যমে সকল মহলের কাছ থেকে স্বীকৃতি আদায়ের চেষ্টা করা,
১০. কওমী মাদরাসায় শিক্ষাপ্রাপ্ত উলামায়ে কিরামকে সমাজে প্রতিষ্ঠিত করার পদক্ষেপ গ্রহণ করা ইত্যাদি।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ নিবন্ধন ফরম

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের বালিকা ও বাকিলার নিবন্ধন ফরম পাবেন নিচের লিংকে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ পরীক্ষার রুটিন

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পরীক্ষার রুটিন, কোর্স ও অন্যান্য ফরম পাবেন নিচের লিংকে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ রেজাল্ট

আপনি যদি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশে আপনার ব্যক্তিগত বা পরিচিত কারো ফলাফল, মাদরাসাওয়ারী ফলাফল ও মেধা তালিকা দেখতে চান তবে তাদের নির্ধারিত ওয়েভ সাইটে যেতে হবে। নিচে তাদের ওয়েভ সাইটের এড্রেস দেয়া হল।

এখানে আপনি ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত রেজাল্ট দেখতে পাবেন। আপনি যদি ২০২৩ সালের রেজাল্ট দেখতে চান তবে আপনাকে তাদের নতুন ওয়েভ সাইটে যেতে হবে। নিচে তাদের নতুন ওয়েভ সাইটের লিংক দেয়া হলো।

শেষ কথা

বেফাক শব্দের অর্থ ঐক্য বা ঐক্যজোট। পবিত্র কোরআনে বলা হয়েছে “তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে শক্ত করে আঁকড়ে ধর এবং বিচ্ছিন্ন হইও না”। তাই কোরআনের এ আদর্শে উজ্জীবিত হয়ে গড়ে উঠেছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button