পড়াশুনা

“এ-কার” বা “ে” কার যোগে শব্দ গঠন ২০২৪

“এ-কার” বা “ে” কার যোগে শব্দ গঠন ২০২৪! বাংলা শব্দ গঠন শেখার জন্য প্রত্যেকটি “কার” এর ব্যবহার অবশ্যই আপনার বাচ্চাকে জানতে হবে। তাই এ পোস্টে আমরা শিখবো “এ-কার যোগে শব্দ গঠন, এ কার যোগে শব্দ, এ কার যোগে দুই অক্ষরের শব্দ, এ কার যোগে তিন অক্ষরের শব্দ” । শব্দ গঠন শেখা শেষে অনুশীলন করার জন্য নিচে শূন্যস্থান পূরণ দেয়া হল যা আপনার বাচ্চার জন্য খুবই জরুরি। চলুন শুরু করা যাকঃ

এ কার যোগে শব্দ গঠন

নিচে ১০ টি শব্দ গঠন লিখা হলো যা এ কার দিয়ে গঠন হয়েছেঃ

১. লে + বু = লেবু,

২. দে + শ = দেশ,

৩. কে + শ = কেশ,

৪. মে + ষ = মেষ,

৫. শে + ষ = শেষ,

৬. বে + ল = বেল,

৭. রে + ল = রেল,

৮. ছে + লে = ছেলে,

৯. মে + য়ে = মেয়ে,

১০. খে + লা = খেলা ।

 

এ কার যোগে দুই অক্ষরের শব্দ

নিচে এ কার যোগে দুই অক্ষরের প্রায় ২০ টি শব্দ গঠন দেয়া হলোঃ

১. মে  + খে = মেখে,

২. যে + তে = যেতে,

৩. ঠে +  লা = ঠেলা,

৪. বে + লা = বেলা,

৫. চে + য়ে = চেয়ে,

৬. ধে + য়ে = ধেয়ে,

৭. তে + ড়ে = তেড়ে,

৮. ছে + ড়ে = ছেড়ে,

৯. বে + ণু = বেণু,

১০. দে + খা = দেখা,

১১. তে + ল = তেল,

১২. লে + খা = লেখা,

১৩. শে + খা = শেখা,

১৪. মে + ঘ = মেঘ,

১৫. লে + জ = লেজ,

১৬. লে + প = লেপ,

১৭. বে + শ = বেশ,

১৮. মে + ঘ = মেঘ,

১৯. ধে + নু = ধেনু,

২০. রে + খা = রেখা ।

 

এ কার যোগে তিন অক্ষরের শব্দ

নিচে এ কার যোগে তিন অক্ষরের কিছু সহজ শব্দ গঠন দেয়া হলোঃ

১. বে + হা + লা = বেহালা,

২. বে + লু + ন = বেলুন,

৩. বে + ত + ন  = বেতন,

৪. বে + কা + র  = বেকার,

৫. বে + তা + র = বেতার,

৬. অ + নে + ক = অনেক,

৭. আ + দে + শ = আদেশ,

৮. আ + পে + ল = আপেল,

৯. সে + ব + ক = সেবক,

১০. পে + য়া + রা = পেয়ারা ।

 

[su_heading style=”default” size=”25″ align=”center” margin=”20″ id=”” class=””]অনুশীলন অংশ[/su_heading]

ফাঁকা ঘড়ে শব্দ বসিয়ে “এ কার” বা “ে” দিয়ে দুই অক্ষরের শব্দ গঠন করঃ

১. লে —-

২. দে —-

৩. কে —-

৪. মে —-

৫. শে —-

৬. বে —-

৭. রে —-

৮. ছে —-

৯. মে —-

১০. খে —-

 

ফাঁকা ঘড়ে শব্দ বসিয়ে “এ কার” বা “ে” দিয়ে তিন অক্ষরের শব্দ গঠন করঃ

১. বে —- লা

২. বে —- ন

৩. বে —- ন 

৪. বে —- র 

৫. বে —- র

৬. অ —- ক

৭. আ —- শ

৮. আ —- ল

৯. সেব —-

১০. পেয়া —-

উক্ত পোস্টে আমরা শিখলাম “এ কার” বা “ে” দিয়ে দুই ও তিন অক্ষরের শব্দ গঠন। উপরের দুটি অনুশীলন খাতায় লিখে আপনার বাচ্চাকে বার বার অভ্যাস করান। আরো কিছু জানার থাকলে কমেন্ট করুণ বা আমাদেরর মেইল করুণ। পোস্ট টি আপনার উপকারে আসলে ও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button