পড়াশুনা

আইসোটোপ কাকে বলে? তেজস্ক্রিয় Isotope কাকে বলে?

আইসোটোপ কাকে বলে? তেজস্ক্রিয় Isotope কাকে বলে? পোস্টে আপনাকে স্বাগতম।

আইসোটোপ কাকে বলে?

প্রশ্নঃ আইসোটোপ কাকে বলে?
উত্তরঃ কোন মৌলের একাধিক পরমানু যাদের পারমানবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে।

আইসোটোপ কাকে বলে

আইসোটোপ (Isotope) কাকে বলে?

যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু বাকি সংখ্যা ভিন্ন ভিন্ন হয় তাদেরকে বলা হয় আইসোটোপ। প্রোটন সংখ্যা এক হওয়ার কারণে এদের পরমাণু ক্রমাঙ্ক এবং ইলেক্ট্রনিক বিন্যাসও এক হয়। তার ফলে এরা একই ভৌত ও রাসায়নিক ধর্ম দেখায়। তাই আদতে এরা একই মৌলের ভিন্ন ভরের পরমাণু।

আইসোটোপের প্রোটন সংখ্যা সমান থাকে এটা মনে রাখার সুবিধার জন্য প্রোটন ও আইসোটোপ দুটোতেই ‘প’ আছে, এই মিলটি মনে রাখা যেতে পারে।

আইসোটোপ (Isotope) এর বৈশিষ্ট্য গুলো

  • আইসোটোপ সমূহ একই মৌলের পরমানু।
  • তাদের পারমানবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। কারণ নিউট্রন সংখ্যা পরস্পর থেকে ভিন্ন।
  • পারমানবিক সংখ্যা একই হওয়ায় পরস্পরের আইসোটোপসমূহ পর্যায় সারনিতে একই অবস্থানে থাকে। এজন্য এদের নাম আইসোটোপ । গ্রীক ভাষায় iso মানে একই এবং tope মানে স্থান।

আইসোবার কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলো লিখ।

উত্তর: যে সকল পরমানুর ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা ( অর্থাৎ প্রোটন ও নিউট্রনের মিলিত সংখ্যা) একই কিন্তু পারমানবিক সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোবার বলে। অর্থাৎ আইসোবার সমূহ ভিন্ন ভিন্ন মৌলের পরমানু। যেমন টেলুরিয়াম (Te) ও আয়োডিন (I) পরস্পরের আইসোবার।

আইসোবার এর বৈশিষ্ট্যঃ
১. আসোবারের সমূহ ভিন্ন মৌলের পরমানু।
২. তাদের পারমানবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই।
৩. পারমানবিক সংখ্যা ভিন্ন হওয়ায় পরস্পরের আইসোবার সমূহ পর্যায় সারনিতে ভিন্ন অবস্থানে থাকে।

আইসোটোন কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলো লিখ।

উত্তর: যে সব পরমানুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু পারমানবিক সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন তাদের পরস্পরের আইসোটোন বলে। যেমন- এবং উভয় পরমানুতে নিউট্রনের সংখ্যা একই । তাই এরা পরস্পর আইসোটোন।
আইসোটোনের বৈশিষ্ট্যঃ
১. আইসোটোন সমূহ ভিন্ন ভিন্ন মৌলের পরমানু।
২. তাদের পারমানবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা একই।
৩. পারমানবিক সংখ্যা ভিন্ন হওয়ায় পরস্পরের আইসোটোন সমূহ পর্যায় সারনিতে ভিন্ন অবস্থানে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button