পড়াশুনা

“উ-কার” বা “ু” কার যোগে শব্দ গঠন ২০২৪

“উ-কার” বা “ু” কার যোগে শব্দ গঠন ২০২৪! বাংলা শব্দ গঠন শেখার জন্য প্রত্যেকটি “কার” এর ব্যবহার অবশ্যই আপনার বাচ্চাকে জানতে হবে। তাই এ পোস্টে আমরা শিখবো “উ-কার যোগে শব্দ গঠন, উ কার যোগে শব্দ, উ কার যোগে দুই অক্ষরের শব্দ, উ কার যোগে তিন অক্ষরের শব্দ” । শব্দ গঠন শেখা শেষে অনুশীলন করার জন্য নিচে শূন্যস্থান পূরণ দেয়া হল যা আপনার বাচ্চার জন্য খুবই জরুরি। চলুন শুরু করা যাকঃ

“উ-কার” বা “ু” কার যোগে শব্দ গঠন

উ কার যোগে শব্দ গঠন

নিচে ১০ টি শব্দ গঠন লিখা হলো যা উ কার দিয়ে গঠন হয়েছেঃ

তু + লি = তুলি,

ফু + ল = ফুল,

ঘু + ড়ি = ঘুড়ি,

ম + ধু = মধু,

জু + তা = জুতা,

ঋ + তু = ঋতু,

টু + পি = টুপি,

রু + টি = রুটি,

কু + ল = কুল,

ঝু + ল = ঝুল ।

উ কার যোগে দুই অক্ষরের শব্দ

নিচে উ কার যোগে দুই অক্ষরের প্রায় ২৫ টি শব্দ গঠন দেয়া হলোঃ

খু + ব = খুব,

ক + চু = কচু,

প + টু = পটু,

খু + শি = খুশি,

ছু + টি = ছুটি,

গু + ণ = গুণ,

ঢু + লি = ঢুলি,

থু + থু = থুথু,

ঘু + ঘু = ঘুঘু,

ভু + ল = ভুল,

সু + খ = সুখ,

মু + খ = মুখ,

গ + রু = গরু,

চু + ল = চুল,

ব + ধু = বধু,

চু + ড়ি = চুড়ি,

সু + জি = সুজি,

বু + ধ = বুধ,

আ + লু = আলু,

দু + ল = দুল,

দু + ধ = দুধ,

ঝু + ড়ি = ঝুড়ি,

ফু + ফু = ফুফু,

খু + কু = খুকু,

কু + ল = কুল ।

উ কার যোগে তিন অক্ষরের শব্দ

নিচে উ কার যোগে তিন অক্ষরের কিছু সহজ শব্দ গঠন দেয়া হলোঃ

১. র + সু + ন = রসুন,

২. শ + কু + ন = শকুন,

৩. পু + কু + র = পুকুর,

৪. পু + তু + ল = পুতুল,

৫. কু + কু + র = কুকুর,

৬. মু + কু + ট = মুকুট,

৭. মু + কু + ল = মুকুল,

৮. দু + পু + র = দুপুর,

৯. ক + বু + ল = কবুল,

১০. শা + মু + ক = শামুক ।

ফাঁকা ঘড়ে শব্দ বসিয়ে “উ কার” বা “ু” দিয়ে দুই অক্ষরের শব্দ গঠন করঃ

১. ফু —-

২. ঘু —-

৩. ম —-

৪. টু —-

৫. খু —-

৬. ছু —-

৭. ঘু —-

৮. আ —-

৯. ফু —-

১০. খু —-

ফাঁকা ঘড়ে শব্দ বসিয়ে “উ কার” বা “ু” দিয়ে তিন অক্ষরের শব্দ গঠন করঃ

১. র —- ন

২. শ —- ন

৩. পু —- র

৪. পু —- ল

৫. কু —- র

৬. মু —- ট

৭. মু —- ল

৮. দু —- র

৯. কবু —-

১০. শামু —-

উক্ত পোস্টে আমরা শিখলাম “উ কার” বা “ু” দিয়ে দুই ও তিন অক্ষরের শব্দ গঠন। উপরের দুটি অনুশীলন খাতায় লিখে আপনার বাচ্চাকে বার বার অভ্যাস করান। আরো কিছু জানার থাকলে কমেন্ট করুণ বা আমাদেরর মেইল করুণ। পোস্ট টি আপনার উপকারে আসলে ও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button