পড়াশুনা

“ঐ-কার” বা “ৈ” কার যোগে শব্দ গঠন ২০২৪

“ঐ-কার” বা “ৈ” কার যোগে শব্দ গঠন ২০২৪! বাংলা শব্দ গঠন শেখার জন্য প্রত্যেকটি “কার” এর ব্যবহার অবশ্যই আপনার বাচ্চাকে জানতে হবে। তাই এ পোস্টে আমরা শিখবো “ঐ-কার যোগে শব্দ গঠন, ঐ কার যোগে শব্দ, ঐ কার যোগে দুই অক্ষরের শব্দ, ঐ কার যোগে তিন অক্ষরের শব্দ” । শব্দ গঠন শেখা শেষে অনুশীলন করার জন্য নিচে শূন্যস্থান পূরণ দেয়া হল যা আপনার বাচ্চার জন্য খুবই জরুরি। চলুন শুরু করা যাকঃ

“ঐ-কার” বা “ৈ” কার যোগে শব্দ গঠন

ঐ কার যোগে শব্দ গঠন

নিচে ১০ টি শব্দ গঠন লিখা হলো যা ঐ কার দিয়ে গঠন হয়েছেঃ

১. ক + ৈ = কৈ,

২. খ + ৈ = খৈ,

৩. দ + ৈ = দৈ,

৪. দৈ + ব = দৈব,

৫. শৈ + ল = শৈল,

৬. শৈ + ব = শৈব,

৭. তৈ + রি = তৈরি,

৮. বৈ + রী = বৈরী,

৯. জৈ + ন = জৈন,

১০. চৈ + ত্র = চৈত্র ।

 

ঐ কার যোগে দুই অক্ষরের শব্দ

নিচে ঐ কার যোগে দুই অক্ষরের প্রায় ১০ টি শব্দ গঠন দেয়া হলোঃ

১. বৈ + ঠা = বৈঠা,

২. শৈ + লী = শৈলী,

৩. পৈ + তা = পৈতা,

৪. বৈ + ধ = বৈধ,

৫. হৈ + ম = হৈম,

৬. নৈ + শ = নৈশ,

৭. খৈ + ল = খৈল,

৮. তৈ + ল = তৈল,

৯. দৈ + ত্য = দৈত্য,

১০. জৈ + ব = জৈব।

ঐ কার যোগে তিন অক্ষরের শব্দ

নিচে ঐ কার যোগে তিন অক্ষরের কিছু সহজ শব্দ গঠন দেয়া হলোঃ

১. শৈ + বা + ল = শৈবাল,

২. সৈ + নি + ক = সৈনিক,

৩. শৈ + শ + ব = শৈশব,

৪. নৈ + তি + ক = নৈতিক,

৫. কৈ + লা + শ = কৈলাশ,

৬. দৈ + নি + ক = দৈনিক,

৭. ভৈ + র + ব = ভৈরব,

৮. বৈ + ঠ + ক = বৈঠক,

৯. সৈ + ক + ত = সৈকত,

১০. বৈ + দি + ক = বৈদিক,

১১. গৈ + রি + ক = গৈরিক,

১২. বৈ + কা + ল = বৈকাল,

১৩. চৈ + তা + লী = চৈতালী,

১৪. পৈ + তৃ + ক = পৈতৃক,

১৫. বৈ + শা + খ = বৈশাখ,

১৬. বৈ + ভ + ব = বৈভব,

১৭. ভৈ + র + বী = ভৈরবী,

১৮. তৈ + জ + স = তৈজস,

১৯. চৈ + নি + ক = চৈনিক,

২০. বৈ + রা + গী = বৈরাগী ।

ফাঁকা ঘড়ে শব্দ বসিয়ে “ঐ কার” বা “ৈ” দিয়ে দুই অক্ষরের শব্দ গঠন করঃ

১. শৈ —-

২. তৈ —-

৩. পৈ —-

৪. বৈ —-

৫. হৈ —-

৬. নৈ —-

৭. খৈ —-

৮. তৈ —-

৯. দৈ —-

১০. জৈ —-

ফাঁকা ঘড়ে শব্দ বসিয়ে “ঐ কার” বা “ৈ” দিয়ে তিন অক্ষরের শব্দ গঠন করঃ

১. শৈ —- ল

২. সৈ —- ক

৩. শৈ —- ব

৪. নৈ —- ক

৫. কৈ —- শ

৬. দৈ —- ক

৭. ভৈ —- ব

৮. বৈ —- ক

৯. সৈক —-

১০. বৈশা —-

উক্ত পোস্টে আমরা শিখলাম “ঐ কার” বা “ৈ” দিয়ে দুই ও তিন অক্ষরের শব্দ গঠন। উপরের দুটি অনুশীলন খাতায় লিখে আপনার বাচ্চাকে বার বার অভ্যাস করান। আরো কিছু জানার থাকলে কমেন্ট করুণ বা আমাদেরর মেইল করুণ। পোস্ট টি আপনার উপকারে আসলে ও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button