“ঔ-কার” বা “ৌ” কার যোগে শব্দ গঠন ২০২৪
“ঔ-কার” বা “ৌ” কার যোগে শব্দ গঠন ২০২৪! বাংলা শব্দ গঠন শেখার জন্য প্রত্যেকটি “কার” এর ব্যবহার অবশ্যই আপনার বাচ্চাকে জানতে হবে। তাই এ পোস্টে আমরা শিখবো “ঔ-কার যোগে শব্দ গঠন, ঔ কার যোগে শব্দ, ঔ কার যোগে দুই অক্ষরের শব্দ, ঔ কার যোগে তিন অক্ষরের শব্দ” । শব্দ গঠন শেখা শেষে অনুশীলন করার জন্য নিচে শূন্যস্থান পূরণ দেয়া হল যা আপনার বাচ্চার জন্য খুবই জরুরি। চলুন শুরু করা যাকঃ
ঔ কার যোগে শব্দ গঠন
নিচে ১০ টি শব্দ গঠন লিখা হলো যা ঔ কার দিয়ে গঠন হয়েছেঃ
১. ব + ৌ = বৌ,
২. ম + ৌ = মৌ,
৩. দৌ + ড় = দৌড়,
৪. লৌ + হ = লৌহ,
৫. মৌ + ন = মৌন,
৬. ধৌ + ত = ধৌত,
৭. গৌ + র = গৌর,
৮. নৌ + কা = নৌকা,
৯. কৌ + টা = কৌটা,
১০. চৌ + কি = চৌকি ।
ঔ কার যোগে দুই অক্ষরের শব্দ
নিচে ঔ কার যোগে দুই অক্ষরের প্রায় ১৫ টি শব্দ গঠন দেয়া হলোঃ
১. গৌ + ণ = গৌণ,
২. ফৌ + জি = ফৌজি,
৩. গৌ + রি = গৌরি,
৪. মৌ + ল = মৌল,
৫. বৌ + দি = বৌদি,
৬. যৌ + গ = যৌগ,
৭. পৌ + ষ = পৌষ,
৮. সৌ + র = সৌর,
৯. সৌ + দি = সৌদি,
১০. পৌ + র = পৌর,
১১. গৌ + ড় = গৌড়,
১২. বৌ + মা = বৌমা,
১৩. সৌ + র = সৌর,
১৪. চৌ + কা = চৌকা,
১৫. মৌ + রি = মৌরি ।
ঔ কার যোগে তিন অক্ষরের শব্দ
নিচে ঔ কার যোগে তিন অক্ষরের কিছু সহজ শব্দ গঠন দেয়া হলোঃ
১. মৌ + মা + ছি = মৌমাছি,
২. সৌ + র + ভ = সৌরভ,
৩. যৌ + ব + ন = যৌবন,
৪. ভৌ + তি + ক = ভৌতিক,
৫. গৌ + র + ব = গৌরব,
৬. মৌ + চা + ক = মৌচাক,
৭. মৌ + য়া + ল = মৌয়াল,
৮. বৌ + ভা + ত = বৌভাত,
৯. সৌ + জ + ন্য = সৌজন্য,
১০. কৌ + শ + ল = কৌশল,
১১. কৌ + তু + ক = কৌতুক,
১২. তৌ + হি + দ = তোহিদ,
১৩. শৌ + খি + ন = শৌখিন,
১৪. যৌ + তু + ক = যৌতুক,
১৫. মৌ + ল + বি = মৌলবি ।
ফাঁকা ঘড়ে শব্দ বসিয়ে “ঔ” কার” বা “ৌ” দিয়ে দুই অক্ষরের শব্দ গঠন করঃ
১. দৌ —-
২. লৌ —-
৩. মৌ —-
৪. ধৌ —-
৫. গৌ —-
৬. বৌ —-
৭. যৌ —-
৮. পৌ —-
৯. সৌ —-
১০. সৌ —-
ফাঁকা ঘড়ে শব্দ বসিয়ে “ঔ” কার” বা “ৌ” দিয়ে তিন অক্ষরের শব্দ গঠন করঃ
১. মৌ —- ছি
২. সৌ —- ভ
৩. যৌ —- ন
৪. ভৌ —- ক
৫. গৌ —- ব
৬. মৌ —- ক
৭. মৌ —- ল
৮. বৌ —- ত
৯. সৌজ —-
১০. কৌশ —-
উক্ত পোস্টে আমরা শিখলাম “ঔ কার” বা “ৌ” দিয়ে দুই ও তিন অক্ষরের শব্দ গঠন। উপরের দুটি অনুশীলন খাতায় লিখে আপনার বাচ্চাকে বার বার অভ্যাস করান। আরো কিছু জানার থাকলে কমেন্ট করুণ বা আমাদেরর মেইল করুণ। পোস্ট টি আপনার উপকারে আসলে ও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।