অগ্নি নিরাপত্তা

ফায়ার স্প্রিংকলার ও ফায়ার হাইড্রেন্ট – গঠন, কার্যপ্রনালী ও প্রয়োজনীয় আইন

ফায়ার স্প্রিংকলার সিস্টেম – Fire Sprinkler System

স্প্রিংকলার সিস্টেম হলো স্থায়ী সেন্সর ও অটোমেটিক অগ্নি নির্বাপণী ব্যবস্থা। এর হেডে একটি বাল্ব থাকে যাতে তাপমাত্রা পূর্ব থেকে নির্দিষ্ট করে দেয়া থাকে। সাধারণত তাপমাত্রা ঐ তাপমাত্রা অতিক্রম করলেই স্প্রিংকলার হেডের বাল্বটি ভেঙ্গে স্বয়ংক্রিয় পানি ছিটিয়ে অগ্নি নির্বাপণ করে। পানি পরিবর্তে অন্যান্য অগ্নি নির্বাপক পদার্থ ফোম,নিষ্ক্রিয় গ্যাস, কার্বন ডাই অক্সাইড ও ড্রাই কেমিক্যাল পাউডারও এ স্প্রিংকলারে ব্যবহার করা হয়।
 
বিশেষজ্ঞরা মনে করেন ফায়ার স্প্রিংকলার কোন ভবনে সঠিকভাবে স্থাপন করলে ৯০% আগুন এটি ব্যবহার করে নিয়ন্ত্রন করা সম্ভব। ১৮৭৪ সালে হেনরি এস পারমালি সর্বপ্রথম অটোমেটিক ফায়ার স্প্রিংকলার স্থাপন করেন যেখানে পানির পাইপের মুখে এক ধরনের ধাতব পদার্থ ব্যবহার করা হয় যা অতিরিক্ত তাপে গলে আগুন নিভে যেত। পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের পরিবর্তনের মাধ্যমে বর্তমানে আধুনিক ফায়ার স্প্রিংকলার সিস্টেম ব্যবহার করা হচ্ছে।
 
 

স্প্রিংকলারের প্রকারভেদ – Types of Fire Sprinkler

বর্তমানে বিভিন্ন রকমের ফায়ার স্প্রিংকলার পাওয়া যায়। যেমনঃ
 

● অয়েট পাইপ

এ ধরণের ফায়ার স্প্রিংকলার সিস্টেমে পানির পাইপ সবসময় নির্দিষ্ট চাপে পানি দিয়ে পূর্ণ থাকে।
 

● ড্রাই পাইপ

যেখানে পানি জমে থাকার সম্ভবনা থাকে বা শীত প্রধান দেশে এ ধরণের স্প্রিংকলার ব্যবহার করা হয়। এ স্প্রিংকলারে পাইপ সঙ্কুচিত বায়ু দ্বারা পূর্ণ থাকে।
 

● প্রি অকশান ড্রাই পাইপ

এটি মূলত ফায়ার ডিটেকশন সিস্টেম ও ফায়ার স্প্রিংকলার সিস্টেমের যৌথ রূপ।
এগুলো ছারাও আরো কিছু জনপ্রিয়ো ফায়ার স্প্রিংকলার রয়েছে।
 
সে গুলো হলঃ
▪ রেসিডেন্সিয়াল,
▪ কুইক রেসপ্নস,
▪ স্ট্যান্ডার্ড রেসপ্নস,
▪ কন্ট্রোল মোড স্পেসিফিক এপ্লিকেশন ইত্যাদি।
 
 

ফায়ার স্প্রিংকলারের গঠন ও কার্যপ্রনালী – Fire Sprinkler Testing Procedure

এটি পূর্ব নির্ধারিত তাপে কাজ করা শুরু করে। এতে গলনশীল ধাতু বা ভঙ্গুর কাচের বাল্ব ব্যবহার করা হয়। পারিপার্শ্বিক তাপমাত্রা পূর্ব নির্ধারিত তাপমাত্রার উপরে উঠলেই স্প্রিংকলারগুলো কাজ শুরু করে।
 
স্প্রিংকলারগুলো কোন তাপমাত্রায় কাজ করবে তার কালার কোড আছে। তা হলোঃ

ম্যাক্সিমাম ছিলিং টেম্পারেচার

টেম্পারেচার রেটিং

টেম্পারেচার ক্লাসিফিকেশন

কালার কোড

গ্যাস বাল্ব্ব কালার

১০০

১৩৫-১৭০ / ৫৭-৭৭

অরডিনিয়ারী

ব্লাক/আনকালারড

ওরেঞ্জ(১৩৫F/৫৭C)

রেড(১৫৫F/৬৮C)

১৫০

১৭৫-২২৫ / ৭৯-১০৭

ইন্টারমিডিয়েট

হোয়াইড

ইউলো(১৭৫F/৭৯C)

গ্রিন(২০০F/৯৩F)

২২৫

২৫০-৩০০ / ১২১-১৪৯

হাই

ব্লু

ব্লু

৩০০

৩২৫-৩৭৫ / ১৬৩-১৯১

এক্সট্রা হাই

রেড

প্যারপেল

৩৭৫

৪০০-৪৭৫ / ২০৪-২৪৬

ভেরি এক্সট্রা হাই

গ্রীন

ব্লাক

৪৭৫

৫০০-৫৭৫ / ২৬০-৩০২

আলট্রা হাই

ওরেঞ্জ

ব্লাক

৬২৫

৬৫০ / ৩৪৩

আলট্রা হাই

ওরেঞ্জ

ব্লাক

 

ফায়ার স্প্রিংকলার সম্পর্কে প্রয়োজনীয় আইন – Fire Sprinkler Laws

● ৭৫ ফুট বা ২৩ মিটার এর উচু ভবনের প্রতি তলায় স্প্রিংকলার স্থাপন করতে হবে,
● দ্বিতীয় তলার উপরের কোন একজিসটং বিল্ডিং যদি নন রেটেড কন্সট্রাকশন হয় ও তার প্রতি
ফ্লোর এর ক্ষেত্রফল যদি ২০০০ বর্গ মিটার বা ২২০০০ বর্গ ফুট এর অধিক হয় তবে তার
প্রতি তলায় ফায়ার স্প্রিংকলার স্থাপন করতে হবে,
● প্রতি ১৩০ বর্গ ফুট বা ১২.১ বর্গ মিটারের জন্য একটি স্প্রিংকলার ইউস করতে হবে,
● ফায়ার স্প্রিংকলারের পানির চাপ ১০০ কেপিএ হতে হবে,
● ফায়ার স্প্রিংকলারের জন্য প্রয়োজনীয় পানির রির্জাবের মাপ ও পানির প্রবাহ কেমন হতে হবে তা নিন্মরূপঃ

বিল্ডিং এর উচ্চতা

রির্জাবের আয়তন

পানির প্রবাহ (লিটার)

সময় (মিনিট)

৫১ মিটার পর্যন্ত

২,৪০,০০০ লি. বা ৫৩,৩৩৩ গ্যালন

৩২০০

৭৫

৫১ থেকে ১০২ মি.

৩০০,০০০ লি. বা ৬৬,৬৬৬ গ্যালন

৩২০০

৯৩.৭৫

১০২ মি. থেকে উপরে

৩৬০,০০০ লি. বা ৮০,০০০ গ্যালন

৩২০০

১১২.৫

 

● স্প্রিংকলারের পানির পাইপের ডাইয়া হতে হবে ৫, ৬ বা ৮ ইঞ্চি।

 

ফায়ার হাইড্রেন্ট সিস্টেম – Fire Hydrant System

আগুন নিবানোর জন্য পানি অপরিহার্য। শহরে বা শিল্পাঞ্চলের নিকটে পুকুর বা জলাশয় না থাকায় এ ব্যবস্থার সৃষ্টি হয়েছে। এটি মূলত স্ট্যান্ড পাইপ, স্প্রিংকলার, হোস রীল পাইপের সম্মিলিত রূপ।
 
মাটির নীচ থেকে পাইপলাইনের মাধ্যমে পানির প্রবাহ সৃষ্টির পদ্ধতিকে হাইড্রেন্ট ব্যবস্থা বলে। ধারণা করা হয় চীন সর্ব প্রথম ফায়ার হাইড্রেন্ট ব্যবহার করে।
 
 

ফায়ার হাইড্রেন্টের প্রকারভেদ – Types of Fire Hydrants

কাজের সুবিধার উপর নির্বর করে ফায়ার হাইড্রেন্টকে নিন্মোক্ত ভাবে ভাগ করা হয়েছে। যথাঃ
 

● ড্রাই ব্যারেল টাইপ

এ হাইড্রেন্টে বাল্বগুলো মাটির নিচে থাকে ও একটি রড বাল্ব থেকে সিল গালা দিয়ে উপরে আসে। এ ক্ষেত্রে একটি পরিসর দিয়ে পোর্ট থেকে পানি নেওয়া যায়।
 

● ওয়েট ব্যারেল টাইপ

এ ক্ষেত্রে হাইড্রেন্টে বাল্বগুলো মাটির উপরে থাকে ও যখন খুশি বাল্ব খুলে প্রত্যেক পোর্ট থেকে পানি নেওয়া যায়।
 

● ফিক্সড ওয়াটার টাইপ

এ ব্যবস্থায় হাইড্রেন্টের সকল অংশ নির্দিষ্ট জায়গায় স্থায়ীভাবে লাগানো থাকে। ফ্যায়ারম্যানরা চলনশীল অংশগুলো বহন করে নিয়ে যায় ও পানি ব্যবহার করে আগুন নিভানো হয়।

 

● ফিক্সড নন ওয়াটার টাইপ

এ ব্যবস্থায় হাইড্রেন্টের সকল অংশ নির্দিষ্ট জায়গায় স্থায়ীভাবে লাগানো থাকে। ফ্যায়ারম্যানরা চলনশীল অংশগুলো বহন করে নিয়ে যায় ও ড্রাই ক্যামিকাল পাউডার, ফোম ইত্যাদি ব্যবহার করে আগুন নিভানো হয়।
 

● সুইচ বাল্ব টাইপ

এ হাইড্রেন্টটি মেইন লাইনের উপর না বসিয়ে পাশাপাশি বসানো হয়। ফলে পানির চাপ স্বাভাবিক থাকে ও সমান্তরাল ভাবে প্রবাহিত হয়।
 
 

হাইড্রেন্টের গঠন ও কার্যপ্রনালী – Fire Hydrant Maintenance Procedure

বিভিন্ন প্রকার হাইড্রেন্ট বিভিন্নভাবে কাজ করে। তবে এর একটি কালার কোড অনুসরণ করে।
 
তা হলোঃ

কালার

ক্লাস

এভেইলেবল ফ্লো

ব্লু

AA

১৫০০ জিপিএম/মোর

গ্রীন

A

১০০-১৪৯৯ জিপিএম

অরেঞ্জ

B

৫০০-৯৯৯ জিপিএম

রেড

C

বিলও ৫০০ জিপিএম

 

  • জিপিএম (GPM) = গ্যালন পার মিনিট
হাইড্রেন্ট সিস্টেম তিন ভাবে পানি সরবরাহ করে। যথাঃ
১. গভীর নলকূপের মাধ্যমে,
২. পাম্পের মাধ্যমে সরাসরি,
৩. ভবনের ছাদের পানির রিজার্ভারের মাধ্যমে।

ফায়ার হাইড্রেন্ট সম্পর্কে প্রয়োজনীয় আইন – Fire Hydrant Laws

● ভবন নতুন বা পুরাতন যাই হোক তার উচ্চতা ১০ মিটার বা ৩৩ ফুট অতিক্রম করলেই সেখানে স্ট্যান্ডপাইপ সিস্টেম প্রযোজ্য।
● ফায়ার হাইড্রেন্টের জন্য প্রয়োজনীয় পানির রির্জাবের মাপ ও পানির প্রবাহ কেমন হতে হবে তা নিন্মরূপঃ

বিল্ডিং এর উচ্চতা

রির্জাবের আয়তন

পানির প্রবাহ (লিটার)

সময় (মিনিট)

৫১ মিটার পর্যন্ত

১,৪২,৫০০ লিটার

১৯০০

৭৫

৫১ থেকে ১০২ মি.

১,৭৮,১২৫ লিটার

১৯০০

৯৩.৭৫

১০২ মি. থেকে উপরে

২,১৩,৭৫০ লিটার

১৯০০

১১২.৫

 

● ফায়ার হাইড্রেন্টের পানির চাপ ৪৫০ কেপিএ হতে হবে,
● প্রতিটি ফ্লোরের আয়তন ৭৫০ বর্গ মিটার অথবা এর বেশি হলে সেখানে হাইড্রেন্ট ব্যবস্থা রাখতে হবে,
● হাইড্রেন্ট ও স্ট্যান্ড পাইপ সিস্টেমের জন্য পানির পাইপের ডাইয়া হতে হবে ৫ বা ৬ ইঞ্চি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button