অগ্নি নিরাপত্তা

অগ্নিকান্ড থেকে নিরাপত্তায় করণীয় – যা আপনাকে জানতেই হবে

অগ্নিকান্ড থেকে নিরাপত্তায় করনীয় [Task of Fire Safety]

অধিকাংশ অগ্নিকান্ডের জন্য দায়ী বৈদ্যুতিক ব্যস্থাপনার ত্রুটি ও অবেহেলা। তাই অগ্নিকান্ড থেকে নিরাপত্তার জন্য আমাদের জানতে হবে সঠিক বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে, সব সময় সচেতন ও প্রস্তুত থাকতে হবে। অগ্নি নির্বাপক সামগ্রী সম্পর্কে থাকতে হবে বাস্তব জ্ঞান।
 
 
নিচে অগ্নিকান্ড থেকে নিরাপত্তায় কি কি ব্যবস্থা নেয়া জরুরী তা উল্ল্যেখ করা হলঃ
● প্রচুর পানি ও বালি মজুদ থাকতে হবে,
● পর্যাপ্ত অগ্নি নির্বাপক সামগ্রী উপস্থিতি থাকতে হবে,
● রান্নার পর চুলা বন্ধ করে পুনরায় তা দেখে নিশ্চিত হতে হবে,
● আগুন লাগার সাথে সাথে দ্রুত মেইন সুইচ বন্ধ করে দিতে হবে,
● আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কি করা উচিত তা ঠিক করতে হবে,
● বিভিন্ন পদ্ধতি ও কৌশল প্রয়োগ করে আগুন নেভানোর চেষ্টা করতে হবে,
● ফায়ার সার্ভিসের টেলিফোন নাম্বার মুখস্ত করে রাখতে হবে ও দেয়ালে লিখে রাখতে হবে,
● ভবন ও এর গুরুত্বপূর্ন অংশ (দরজা, জানালা, সিঁড়ি) অগ্নি প্রতিরোধক ব্যবহার করা,
● খোলা বাতির ব্যবহার পরিহার করতে হবে,
● গৃহ ও তার আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিপাটি থাকতে হবে,
● প্রতি মাসে বা মাঝে মাঝে বৈদ্যুতিক সংযোগগুলো পরিক্ষা করা,
● গৃহে ও কর্মস্থলে অগ্নিকান্ড সংগঠিত হলে কার কি দায়িত্ব তা ঠিক করে রাখতে হবে,
● নির্দিষ্ট সময় অন্তর অন্তর গৃহে অগ্নি মহড়ার আয়োজন করতে হবে,
● দিয়াশলাই বা গ্যাস লাইটার সাবধানে ব্যবহার করতে হবে এবং ব্যবহার শেষে নিরাপদে সংরক্ষণ করতে হবে,
● আগুন বা সহজে আগুনের স্পর্সে আসতে পারে এমন কোন খেলনা বা কোন কিছু বাচ্চাদের হাতে দেয়া যাবে না।
 
 
 

কাজের স্থানে ও কর্মরত অবস্থায় অগ্নি নিরাপত্তা করনীয় [Fire Prevention in the Workplace]

● ঝুকিপূর্ণ রাসায়নিক পদার্থসমূহ নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা ও তা ব্যবহার, পরিবহনে প্রশিক্ষিত লোক রাখতে হবে,
● কারখানা ও গুদামঘরে দিয়াশলাই বা গ্যাস লাইটার নিয়ে প্রবেশ না করা,
● প্রয়োজনীয় সংখ্যক অগ্নি নির্বাপক সামগ্রী রাখতে হবে,
● কাজের পরিবেশ ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে,
● প্রতি ছয় মাস অন্তর অন্তর একবার ফায়ার ড্রিলের আয়োজন করা,
● মোট কর্মকর্তা-কর্মচারি বা শ্রমিকের ১৮% লোককে অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণে প্রশিক্ষিত হতে হবে,
● চাহিদা অনুসারে দেয়াল, সিঁড়ি ও রুম অগ্নি প্রতিরোধক করে নির্মান করতে হবে ও অগ্নি প্রতিরোধক দরজা ও জানালা ব্যবহার করতে হবে,
● সকল বৈদ্যুতিক সংযোগগুলো নির্দিষ্ট সময় পর পর পরিক্ষা করা। ত্রুটিপূর্ণ ও পুরানো সরঞ্জাম পরির্বতন করে নতুন বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা,
● ফায়ার এলার্ম বাজার সাথে সাথে কর্মস্থল ত্যগ করে সাড়িবদ্ধ হয়ে নিরাপদ স্থানে আসা,
● একাধিক ইমার্জেন্সি বর্হিগমন পথ ও ইমার্জেন্সি লাইটিং এর ব্যবস্থা রাখতে হবে,
● বর্হিগমনের পথ সর্বদা বাধামুক্ত ও খোলা রাখা,
● চলাচলের রাস্তায় কোন কিছু রাখা যাবে না,
● টিম গঠন করে প্রত্যেককে সুস্পষ্টভাবে দায়িত্ব দেয়া,
● কোথাও অগ্নি ঝুকির তথ্য পেলে দ্রুত স্থান পরিদর্শন করে ব্যবস্থা নেয়া,
● কারখানার ছাদে টিন শেড ব্যবহার করা যাবে না, করলে আইননুযায়ী সামনের ২৫ ভাগ খোলা রাখতে হবে,
● কাজ চলাকালীন সময়ে রুমের দরজা ও মূল গেট আটকিয়ে রাখা বা তালা দেয়া যাবে না,
● গায়ে লাগুন লাগলে সে ক্ষেত্রে দৌড়ানো যাবে না, মাটিতে গড়াগড়ি দিতে হবে,
● যদি কখনো ধোঁয়ায় সম্পূর্ণ গুম আচ্ছন্ন হয়ে যায় সে ক্ষেত্রে হামাগুড়ি দিয়ে বের হয়ে আসতে হবে। উক্ত সময় মাস্ক বা রুমাল, কাপড়ের টুকরো বা অন্যকিছু দিয়ে নাক ও মুখ চেপে ধরে বা বেঁধে বের হয়ে আসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button