পড়াশুনা

এসএসসি রেজাল্ট ২০২৪ | SSC Result 2024 Bangladesh with Marksheet [এখানে দেখুন]

এসএসসি রেজাল্ট ২০২৪ | SSC Result 2024 Bangladesh with Marksheet [এখানে দেখুন]! এ বছরের এস. এস. সি ও সমমানের পরীক্ষার ফলাফল ২০২৪ আগামীকাল ১২ মে রোববার প্রকাশিত হবে এক যোগে অনলাইনে এবং অফলাইনে। প্রতি বছরের ন্যায়, এই বার ও সকাল ১০টায়  গণভবনে  মাধ্যমিক  ও সমমান পরীক্ষা ২০২৪ এর ফলাফল এবং ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সকাল ১১টায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষার ফলাফল ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং আমাদের এই ওয়েবসাইট (clickinfobd.com) থেকে সরাসরি চেক করতে পারবেন। ইচ্ছা করলে, এখান থেকেই ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি  করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এছাড়া www educationboardresults gov bd ওয়েবসাইটে ক্লিক করে, রোল ও রেজিষ্ট্রেশন নাম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। অন্যদিকে, পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। উল্লেখ্য, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১২ মার্চ। মোট ২০ লাখ ২৪ হাজার  ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সারাদেশের ৩ হাজার ৭০০ কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।

SSC Result 2024

আগামী কাল, এক যোগে প্রায় কোটি মানুষ, গুগোলে এস এস সি রেজাল্ট ২০২৪ খুঁজবে, বিভিন্ন ভাষায় সার্চ করে, এর মধ্যে অন্যতম হচ্ছে kivabe ssc result dekhbo 2024, ssc result kivabe dekhbo,এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৪,result, ssc result kivabe dekhbo, এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে দিবে,ssc result dekhar niyom,mobile diye ssc result, how to check ssc result 2024, কিভাবে ssc পরীক্ষার রেজাল্ট দেখবো 2024, এসএসসি রেজাল্ট ২০২৪,এসএসসি ২০২৪ রেজাল্ট দেখার নিয়ম,এসএসসি ২০২৪ রেজাল্ট চেক করার নিয়ম, এসএসসি, SSC, Result, মোবাইলে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম, marksheet kivabe download korbo, মার্কশিট সহ রেজাল্ট কিভাবে দেখবো। তাই আমরা একটা সহজ সমাধান নিয়ে এসেছি, যাতে করে আপনি খুব সহজে এস এস সি রেজাল্ট দেখতে পারেন।

কিভাবে এস এস সি রেজাল্ট ২০২৪ দেখবো? – How to check SSC Result 2024?

নিচের দেওয়া ওয়েবসাইট ফ্রেম থেকে খুব সহজে এস এস সি ফলাফল ২০২৪ দেখতে পারবেন। প্রথমে আপনাকে “Examination” এর নিচে দেওয়া “Choose One” থেকে “SSC/Dakhil/Euivalent” অপশন টা সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে “Year” এর নিচে দেওয়া “Choose One” থেকে “2024” অপশন টা সিলেক্ট করতে হবে। একই ভাবে, আপনাকে “Board” এর নিচে দেওয়া “Choose One” থেকে আপনার শিক্ষা বোর্ড এর নাম  “Dhaka/Other” অপশন টা সিলেক্ট করতে হবে। এখন হচ্ছে, মেইন কাজ টা। আপনি যদি শুধু আপনার রেজাল্ট দেখতে চান তাহলে “Result Type” এর নিচে দেওয়া “Choose One” থেকে “Individual Result” অপশন টা সিলেক্ট করবেন। আপনি ইচ্ছা করলে, স্কুল ভিত্তিক, জেলা ভিত্তিক, পরীক্ষার সেন্টার ভিত্তিক রেজাল্ট ও দেখতে পারবেন বাকি অপশন গুলার সিলেক্ট করে করে। আমরা এখানে শুধু “Individual Result” এর বিষয় টা শেয়ার করতেছি। এর পর রোল নাম্বার, রেজিঃ নাম্বার আর সিকিউরিটি কোড টা ঠিক করে বসিয়ে, “Get Result” লেখা সবুজ বাটনে ক্লিক করলে, আপনার রেজাল্ট পেয়ে যাবেন। ধন্যবাদ।

SSC Result 2024 is officially published on 12 May 2024 at 11:00 AM. After publishing the result, you can check the result from here. Just enter the correct information and click on the “Get Result” Button.
  • Examination: Select Examination as “SSC/Dakhil”.
  • Year: Enter the Passing Year as 2024.
  • Board: Select Your Education Board.
  • Result Type: To check only one result, select the “Individual Result” Option.
  • Roll: Enter Your SSC/Dakhil Roll Number.
  • Registration (Optional): Enter your Registration No. to collect the mark sheet of the SSC/Dakhil Result.
  • Security Key: Enter the correct Security Key. If you don’t understand, reload the Security Key and try again.
  • Get Result: Check all information again, which you enter the box and click on the “Get Result” Button.

How to check SSC Result 2024 by Mobile SMS?

এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। উদাহরণ: SSC Dha 123456 2024, লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।

This is a very easy process to check any Bangladeshi public exam results by using mobile SMS. If you want to check HSC Result 2024 by SMS first, go to the mobile SMS option and follow the below instructions. Note, You can Send SMS from any Bangladeshi Operator Number.

SSC <space> 1st three Letters of Own Education Board <space> Roll Number <space> SSC Passing Year and Send to 16222.

Example: SSC DHA 762412 2024 and Send to 16222.

Board Wise SSC Exam Result 2024 Check by SMS Format:

SSC Result 2024 Dhaka Board Check by SMS:

Example: SSC DHA 762412 2024 and Send to 16222.

SSC Exam Result 2024 Chittagong Board Check by SMS:

Example: SSC CHI 762412 2024 and Send to 16222.

SSC Exam Result 2024 Barisal Board Check by SMS:

Example: SSC BAR 762412 2024 and Send to 16222.

SSC Result 2024 Dinajpur Board Check by SMS:

Example: SSC DIN 762412 2024 and Send to 16222.

SSC Exam Result 2024 Sylhet Board Check by SMS:

Example: SSC SYL 762412 2024 and Send to 16222.

SSC Exam Result 2024 Rajshahi Board Check by SMS:

Example: SSC RAJ 762412 2024 and Send to 16222.

SSC Result 2024 Jessore Board Check by SMS:

Example: SSC JES 762412 2024 and Send to 16222.

SSC Exam Result 2024 Madrasha Board Check by SMS:

Example: SSC MAD 762412 2024 and Send to 16222.

SSC Exam Result 2024 Technical Board Check by SMS:

Example: SSC TEC 762412 2024 and Send to 16222

 
২০২৪ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় ৪৮ হাজার।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসির তত্ত্বীয় পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ১২ মার্চ শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২০ মার্চ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলের তত্ত্বীয় পরীক্ষা ১৪ মার্চ এবং ব্যবহারিক পরীক্ষা ২১ মার্চ শেষ হয়। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা ১২ এবং ব্যবহারিক পরীক্ষা ২১ মার্চ শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button