ভবনের নিরাপত্তা

সিঁড়ি, আইলস মার্ক, হ্যান্ড রেইল ও গার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা

সিঁড়ি – Stairs

যে সকল প্রতিষ্ঠানের ভবনে বা ভবনের কোন অংশে নিচ তলার উপরে ২০ জন বা তার অধিক লোক কাজ করে অথবা দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা/জমা রাখা হয় সেক্ষেত্রে জরুরী মুহুর্তে বের হবার জন্য স্থায়ীভাবে ন্যূনতম দুটি মজবুত ও পৃথক সিঁড়ির ব্যবস্থা থাকতে হবে।
 
এগুলো অগ্নি প্রতিরোধক পদার্থ দ্বারা তৈরি এবং বাধামুক্ত হতে হবে। কত জন লোকের জন্য কমপক্ষে কতটি সিঁড়ি প্রয়োজন তা নিচে দেয়া হলোঃ
 

মোট জনসংখ্যা/শ্রমিক সংখ্যা

সিঁড়ির সংখ্যা

৫০০ বা তার কম হলে ন্যূনতম

২ টি

৫০১ থেকে ১০০০ হলে ন্যূনতম

৩ টি

১০০০ এর অধিক হলে ন্যূনতম

৪ টি

 

 

সিঁড়ির প্রস্থের মাত্রা – Stairs Width Regulations

ইমারত নির্মাণবিধিমালা ও আইন অনুসারে বিভিন্ন ধরণের ভবনের ক্ষেত্রে সিঁড়ির প্রস্থ বিভিন্ন হবে। যেমনঃ

ধরন

দখল

সিঁড়ির ন্যূনতম প্রস্থ (মি.)

A

আবাসিক ভবন

একক পরিবার

১.০

ফ্লাট বা আপার্টমেন্ট

১.১৫

হোস্টেল,মেস ও বোর্ডিং

১.২৫

হোটেল ও লজিং ঘর

১.২৫

B

শিক্ষাবিষয়ক ভবন

১.৫

C

প্রাতিষ্ঠানিক ভবন (কেয়ার)

১.৫

D

হেলথ কেয়ার ভবন

২.০

E

ব্যবসা ভবন

অফিস

১.৫

F

বাণিজ্যিক ভবন

ছোট দোকান ও মার্কেট

১.৫

বড় দোকান ও মার্কেট

২.০

জরুরী সেবা

১.৫

I

সমাবেশ ভবন

২.০

M

অন্যান্য ভবন

১.২৫

 

 

বিদ্যমান ও নতুন ভবনের সিঁড়ির জন্য বিধিমালা – Rules for Existing and New Building Stairs

● সিঁড়িতে পর্যাপ্ত বায়ু চলাচল আলোর ব্যবস্থা থাকতে হবে এবং অন্ধকারাছন্ন ও ধোয়াচ্ছন্ন যাতে না হতে পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে,
● প্রত্যেক ফ্লোর বা তলার প্রবেশ মুখে, দরজার কাছে সিঁড়ি সম্পর্কে যাবতীয় তথ্য,চিহ্ন বাংলা ও ইংরেজিতে টানিয়ে দিতে হবে,
● ৬ তলা পর্যন্ত উচ্চতা বিশিষ্ট ভবনের কোন সিঁড়ি প্রস্থ ১.১৫ মিটারের কম এবং ৬ তলার অধিক উচ্চতা সম্পন্ন ভবনের ক্ষেত্রে সিঁড়ির প্রস্থ ২.০০ মিটারের কম হতে পারবে না,
● অগ্নিকান্ডের সময় ভবনের প্রত্যেক তলার সাথে সংযোগ রক্ষাকারী নূন্যতম একটি বিকল্প সিঁড়িসহ বিহির্গমনের ব্যবস্থা থাকতে হবে,
● সিঁড়িগুলো নিরাপদ বেষ্টনীসহ সরাসরি খোলা স্থানে বা নির্ধারিত নিরাপদ দূরত্বে খুলতে হবে,
● সমতল হতে সিঁড়িগুলোর কৌণিক দুরত্ব ৪৫° কোণের অধিক হতে পারবে না,
● শিল্প কারখানার ক্ষেত্রে অগ্নি নিরাপদ সিঁড়ি ১.৫ মিটার ও ৫৯ ইঞ্চির কম হতে পারবে না,
● সিঁড়ি বা বর্হিগমন পথ কোন শ্রমিকের কাজের স্থান থেকে পঞ্চাশ মিটারের অধিক দূরত্বে হতে পারবে না,
● নূন্যতম অর্ধেক সংখ্যক সিঁড়ির শেষ ভাগ ভবনের বাহিরের দিকে থাকতে হবে,
● প্রত্যেক সিঁড়ির উভয়পাশে হাতল দিতে হবে এবং প্রয়োজনে মধ্যবর্তী হাতল ব্যবহার করতে হবে।
 
 

হ্যান্ড রেইল ও গার্ড – Handrail and Guardrail

সিঁড়িতে হ্যান্ড রেইল থাকা জরুরী কিন্তু উক্ত সিঁড়ি রেলিং স্থাপনের জন্য প্রশস্ততা যদি ১.১৫ মিটারের কম হয় তবে তা বাধ্যতামূলক নয়। হ্যান্ড রেইল ও গার্ড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিধান রয়েছে। সেগুলো হলোঃ
 
● অগ্নিকান্ড সংগঠিত হলে বের হবার জন্য যে সিঁড়ি ব্যবহার করা হবে তার উভয়পাশে মজবুত হ্যান্ড রেইলিংযুক্ত থাকতে হবে,
● সিঁড়ি ও সিঁড়ির রেইল তার অপরিবাহী ও অগ্নি প্রতিরোধক পদার্থ দ্বারা নির্মিত হতে হবে,
● নতুন হ্যান্ড রেইল উচ্চতার নূন্যতম ৮৬৫ মি.মি. (৩৪ ইঞ্চি) ও সর্বোচ্চ ৯৬৫ মি.মি.(৩৮ ইঞ্চি) হতে হবে,
● পুরাতন হ্যান্ড রেইল যেগুলো ৭৬০ মি.মি. (৩০ ইঞ্চি) এর কম বা ১১০০ মি.মি. (৪৪ ইঞ্চি) এর বেশি, তা উপরোক্ত বিধি অনুসারে প্রতিস্থাপন করতে হবে,
● বর্হিগমন পথের খোলা যায়গা যেখানে ফ্লোর হতে উচ্চতা ৭৬০ মি.মি. (৩০ ইঞ্চি) এর বেশি হয় সে ক্ষেত্রে অবশ্যই নিরাপত্তা গার্ড ব্যবহার করতে হবে,
● নতুন গার্ডের নূন্যতম উচ্চতা হবে ১০৬৭ মি.মি. (৪২ ইঞ্চি) এবং বিদ্যমান গার্ডের ক্ষেত্রে নূন্যতম উচ্চতা হবে ৭৬০ মি.মি. (৩০ ইঞ্চি)।
 
 

আইলস মার্ক – Aisles Mark

আইলস মার্কিং এর ক্ষেত্রে এর প্রশস্ত প্রতি তলায় ব্যবহারকারীর সংখ্যা দ্বারা নির্দিষ্ট করা হয়। আইলস মার্ক নির্ধারন ও এর বিধান সমূহঃ
  • ৫০ জন বা তার কম ব্যবহারকারীর ক্ষেত্রে ০.৯ মিটার ও ৫০ জনের বেশী ব্যবহারকারীর ক্ষেত্রে ১.১ মিটার প্রশস্ত হবে,
  • দেয়াল হতে যন্ত্রপাতির দূরত্ব কমপক্ষে ১ মিটার হতে হবে এবং যন্ত্রের পাশে চলাচলের জন্য ১ মিটার প্রশস্ত রাস্তা থাকতে হবে। তবে বিদ্যমান প্রতিষ্ঠানে যে ক্ষেত্রে স্থান সংকুলনের ব্যবস্থা নেই সে ক্ষেত্রে দেয়াল হতে যন্ত্রপাতির দূরত্ব ও চলাচলের রাস্তা নূন্যতম ০.৭৫ মিটার রাখতে হবে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button