ভবনের নিরাপত্তা

ভবনধ্বস থেকে নিরাপত্তায় করনীয় – যা আপনার জানা উচিত

ভবনধ্বস এর মূল কারন হলো ভবনের দূর্বল কাঠামো ও পর্যাপ্ত প্রতিরোধক ব্যবস্থা না থাকা।
 
তাই এ দুটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়ে অন্যন্য সকল বিষয় বিবেচনা করে ভবনধ্বস ঠেকাতে নিন্মক্তো বিষয় গুলো মেনে চলা জরুরী।
 
● সঠিক স্ট্রাকচারাল নকশা না হলে ভবন ভূমিকম্প ও ভবনধ্বস প্রতিরোধক হবে না। তাই ভবনের নকশা তৈরি করার পূর্বে স্ট্রাকচারাল নকশার বিধিগুলো অনুসরণ করতে হবে।
● মাটির গুনাগুন বিশ্লেষণ এবং মাটির ধারণক্ষমতা নির্ভুলভাবে নির্ণয় করে রিপোর্ট করতে হবে।
● রিপোর্টের ভিত্তিতে যাচাই বাছাই করে ভবনের ডিজাইন করতে হবে।
● অপেক্ষাকৃত জটিল কাঠামোর জন্য ত্রিমাত্রিক ভূমিকম্প বিশ্লেষণ করে নকশা তৈরি করতে হবে।
● নতুন ভবনে ভূমিকম্প প্রতিরোধক বিধিগুলো প্রয়োগ করলে ২% থকে ৩% নির্মাণ খরচ বাড়ে তাই অবশ্যই ভূমিকম্প প্রতিরোধে বিষটি মাথায় রাখতে হবে।
● ভবনের গুনগত মান ঠিক রাখতে ভবন নির্মাণের সমস্ত তদারকির দায়িত্ব অভিজ্ঞ প্রকৌশলীর হতে দিতে হবে।
● নির্ধারিত ডিজাইনের বাইরে কোন ফ্লোর নির্মাণ, বা ফাঁকা রাখা যাবে না।
● ইঞ্জিনিয়ারকে “বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড” অনুসরন করে বিল্ডিংকে ভূমিকম্প প্রতিরোধেক করে নির্মান করতে হবে।
● সঠিক পরিমানে সিমেন্ট, বালি, রড ও কংক্রিট ব্যবহার করতে হবে। কংক্রিটে অতিরিক্ত পানি ব্যবহার করা যাবে না। কারন ঢালাই এর পর কংক্রিটের কিউরিং করতে পানির ব্যবহার করা হয়।
● ভালো মানের উচ্চ ক্ষমতা সম্পন্ন রড ব্যবহার করতে হবে। র্ষ্ক্যাপ থেকে তৈরি রড ব্যবহার করা যাবে না।
● নিচ তলায় পার্কিং রাখলে সেখানে অবশ্যই পিলারগুলো বিশেষভাবে ডিজাইন করতে হবে। কংক্রিটের দেয়াল তৈরি করে পিলারগুলোকে আটকিয়ে দিতে হবে।
● প্রয়োজনে অতিরিক্ত দেয়াল সঠিক স্থানে বসিয়ে ভূমিকম্পরোধ শক্তির পরিমান বাড়াতে হবে।
● হঠাৎ ভবন বা কোন কক্ষের মাপ কমানো যাবে না। যদি কমানো আবশ্যিক হয় তবে ত্রিমাত্রিক বিশ্লেষণ পূর্বক প্রতিক্রিয়া জেনে ডিজাইন করতে হবে।
● ভূমিকম্প প্রতিরোধের জন্য ৫ ইঞ্চি ইটের দেয়াল নিরাপদ নয়। এই দেয়ালগুলো ছিদ্রযুক্ত ইটের ভেতরে চিকন রড দিয়ে আড়াআড়ি ও লম্বালম্বিভাবে মিলিয়ে দিতে হবে ও সকল দিকে লিন্টেল দিতে হবে।
● ভীম বা কলাম বিহীন ভবন ঝুঁকি পূর্ণ ভবন কারন মাঝাড়ি রকমের ভূমিকম্প হলেই তা ভেঙ্গে পড়ার সম্ভবনা রয়েছে। তাই অবশ্যই কলাম, ভীম ও স্ল্যাভ বিশিষ্ট ভবন নির্মাণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button