free web hit counter
মুসলিম মেয়েদের নাম

ব দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪ (30+ Girls Names With “B”)

ব দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪ (30+ Girls Names With “B”)! ব দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থ সহ এর সংগ্রহশালায় আপনাকে স্বাগতম। আপনি কি আপনার প্রিয় মেয়ে শিশুর জন্য ব দিয়ে মেয়েদের ইসলামিক নাম খুজছেন? ব দিয়ে মেয়ে বাবুদের জন্য (b diye meyeder islamic name) অত্যন্ত চমৎকার কিছু নাম বাছাই করেছি আমরা।

এখানে আরো পাবেন- ব দিয়ে মেয়েদের নামের তালিকা, ব দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ, ব দিয়ে মেয়েদের ইসলামিক নামের তালিকা, ব দিয়ে মুসলিম মেয়ে শিশুর নাম, ব দিয়ে মেয়েদের আধুনিক নাম, ব দিয়ে মুসলিম মেয়েদের আধুনিক নাম, “b diye islamic name girl bangla”, ব দিয়ে মেয়েদের আধুনিক ইসলামিক নাম ইত্যাদি। মেয়ের নাম বাছাই করার সময় খেয়াল রাখবেন যেন ব দিয়ে পছন্দ করা নামটির সুন্দর একটি অর্থ থাকে।

আমরা ব দিয়ে অনেকগুলো নামের মধ্যে থেকে যাচাই-বাছাই করে আপনার মেয়ে বাবুর জন্য শুধুমাত্র অল্প কিছু স্পেশাল সুন্দর, ইউনিক এবং আনকমন কিছু নামের তালিকা তৈরি করেছি।

শিশুর নাম রাখার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা

নাম হলো পরিচয় ও নিদর্শন। নামের আরবি হলো ‘ইসম’। ইসম অর্থ চিহ্ন, আলামত, পরিচিতি, লক্ষণ, উন্নয়ন, বর্ধন, সম্মান, সুনাম, যশ, খ্যাতি ইত্যাদি। মানুষ দুনিয়ায় আসার পর প্রথম যা লাভ করে তা হলো তার নাম-পরিচয়। মৃত্যুর পরেও মানুষের নাম বেঁচে থাকে। তাই শিশুর সুন্দর নাম তার জন্মগত অধিকার।

শিশুর নাম রাখবে কে

শিশুর নাম রাখার অধিকারী হলেন প্রথমত মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি, ভাই-বোন, ফুফু-খালা, চাচা-মামা ও আত্মীয়-স্বজন। নাম যেন অর্থবহ হয় তা খেয়াল রাখতে হবে। যে কেউ নামের প্রস্তাব বা পরামর্শ দিতে পারে। অভিজ্ঞ আলেম বা বিজ্ঞ ব্যক্তি প্রস্তাবিত নামের অর্থ, গুণাগুণ ও তাৎপর্য অনুসারে এর প্রাধান্য ব্যাখ্যা করবেন। সন্তানের অভিভাবকরা নাম গ্রহণে সিদ্ধান্ত নেবেন।

সুন্দর অর্থবহ ও শ্রুতিমধুর নাম হওয়া বাঞ্ছনীয়

নাম অর্থবহ, সুন্দর, শ্রুতিমধুর ও সহজ হওয়া বাঞ্ছনীয়। মন্দ অর্থবহ বা গুণাগুণ সংবলিত নাম রাখা উচিত নয়। (বুখারি : ২/৯১৪) তাই ক্ষতিকারক ও আল্লাহর গজব সংবলিত ফণী, তিতলি ইত্যাদি কারো নাম রাখা বুদ্ধিমানের কাজ হতে পারে না। কেননা নামের প্রভাব মানুষের সত্তা ও গুণাগুণের ওপরও পড়ে। আর হাশরের ময়দানে প্রত্যেককে তার নামেই ডাকা হবে। (আবু দাউদ : ২/৬৭৬)

“B” ব দিয়ে আপনার মেয়ে  বাবুর নাম চূড়ান্ত করার আগে দয়া করে অবশ্যই আপনার স্থানীয় মসজিদের ইমাম অথবা একজন ভাল আলেমের সাথে পরামর্শ করে নিবেন।

নিচে ব দিয়ে মেয়েদের ইসলামিক নামের অর্থ সহ তালিকাটি দেয়া হলো।

ব দিয়ে মেয়েদের ইসলামিক নামের তালিকা অর্থসহ ২০২৪ 

ক্রমিক নংনামনামের অর্থ
বাশীরাহউজ্জ্বল       
বাশা-শাত প্রানোচ্ছেলতা      
বাসীমাহহাস্যোজ্জল       
বুছাইনাসুন্দরী স্ত্রীলোক      
বিসমিল্লাহআল্লাহর নামে      
বদরুন্নেসা পূর্ণিমার চাঁদ তূল্য মহিলা   
বাহাআলো       
বকুলফুলের নাম      
বিনিবিনা       
১০বিনতবালিকা       
১১বিপাশানদী       
১২বিভাআলো       
১৩বিনিতাবিনয়ন্বতি       
১৪বিজলী  বিদ্যুৎ / আলো   
১৫বাসেলাহবীরাঙ্গনা       
১৬বাসেরাদৃষ্টি শক্তি / প্রথ্যক্ষ কারিনী   
১৭বাতুলতপস্বী / সৃষ্টিকর্তার প্রতি অনুগত / ধার্মিক কুমারী
১৮বদরঅর্থ – পূর্ণিমার চাঁদ    
১৯বাদিয়াহঅভিনব       
২০বুরাইদাবাহক / ছোট চাদর    
২১বারকবিদ্যুৎ       
২২বুবায়রাসাহাবীয়ার নাম / পুণ্যবতী    
২৩বাসসামমৃদু হাসিমুখ      
২৪বুশরাসুসংবাদ / শুভ নিদর্শন    
২৫বসীরতসূক্ষ্ম দৃষ্টি শক্তি     
২৬বালীগাপ্রাঞ্জল ভাষিণী      
২৭বিলকীস  দেশের রাণী    
২৮বাহীজাসুন্দরী চিত্তা কর্ষক     
২৯বাহারবসন্ত কাল      
৩০বারীরাউপকারী / সাহাবীয়ার নাম    
৩১বারীয়ানির্দোষ / নিরপরাধ     

ব দিয়ে মেয়েদের আধুনিক নামের তালিকা অর্থসহ

ব দিয়ে মেয়েদের ইসলামিক নাম
  •  
    বিসমিল্লাহ  –  নামটির বাংলা অর্থ হলো   –  আল্লাহর নামে     
  •  
    বদরুন্নেসা  –  নামটির বাংলা অর্থ হলো   –   পূর্ণিমার চাঁদ তূল্য মহিলা  
  •  
    বাহা  –  নামটির বাংলা অর্থ হলো   –  আলো      
  •  
    বকুল  –  নামটির বাংলা অর্থ হলো   –  ফুলের নাম     
  •  
    বিনি  –  নামটির বাংলা অর্থ হলো   –  বিনা      
  •  
    বিনত  –  নামটির বাংলা অর্থ হলো   –  বালিকা      
  •  
    বিপাশা  –  নামটির বাংলা অর্থ হলো   –  নদী      
  •  
    বিভা  –  নামটির বাংলা অর্থ হলো   –  আলো      
  •  
    বিনিতা  –  নামটির বাংলা অর্থ হলো   –  বিনয়ন্বতি      
  •  
    বিজলী  –  নামটির বাংলা অর্থ হলো   –    বিদ্যুৎ / আলো  
  •  
    বাসেলাহ  –  নামটির বাংলা অর্থ হলো   –  বীরাঙ্গনা      
  •  
    বাসেরা  –  নামটির বাংলা অর্থ হলো   –  দৃষ্টি শক্তি / প্রথ্যক্ষ কারিনী  
  •  
    বাতুল  –  নামটির বাংলা অর্থ হলো   –  তপস্বী / সৃষ্টিকর্তার প্রতি অনুগত / ধার্মিক কুমারী
  •  
    বদর  –  নামটির বাংলা অর্থ হলো   –  অর্থ – পূর্ণিমার চাঁদ   
  •  
    বাদিয়াহ  –  নামটির বাংলা অর্থ হলো   –  অভিনব      
  •  
    বুরাইদা  –  নামটির বাংলা অর্থ হলো   –  বাহক / ছোট চাদর   
  •  
    বারক  –  নামটির বাংলা অর্থ হলো   –  বিদ্যুৎ      
  •  
    বুবায়রা  –  নামটির বাংলা অর্থ হলো   –  সাহাবীয়ার নাম / পুণ্যবতী   
  •  
    বাসসাম  –  নামটির বাংলা অর্থ হলো   –  মৃদু হাসিমুখ     
  •  
    বুশরা  –  নামটির বাংলা অর্থ হলো   –  সুসংবাদ / শুভ নিদর্শন   
  •  
    বসীরত  –  নামটির বাংলা অর্থ হলো   –  সূক্ষ্ম দৃষ্টি শক্তি    
  •  
    বালীগা  –  নামটির বাংলা অর্থ হলো   –  প্রাঞ্জল ভাষিণী     
  •  
    বিলকীস  –  নামটির বাংলা অর্থ হলো   –    দেশের রাণী   
  •  
    বাহীজা  –  নামটির বাংলা অর্থ হলো   –  সুন্দরী চিত্তা কর্ষক    
  •  
    বাহার  –  নামটির বাংলা অর্থ হলো   –  বসন্ত কাল     
  •  
    বারীরা  –  নামটির বাংলা অর্থ হলো   –  উপকারী / সাহাবীয়ার নাম   
  •  
    বারীয়া  –  নামটির বাংলা অর্থ হলো   –  নির্দোষ / নিরপরাধ    
  •  
    বাশীরাহ  –  নামটির বাংলা অর্থ হলো   –  উজ্জ্বল      
  •  
    বাশা-শাত  –  নামটির বাংলা অর্থ হলো   –   প্রানোচ্ছেলতা     
  •  
    বাসীমাহ  –  নামটির বাংলা অর্থ হলো   –  হাস্যোজ্জল      
  •  
    বুছাইনা  –  নামটির বাংলা অর্থ হলো   –  সুন্দরী স্ত্রীলোক     

আমরা আশা করি, উপরের নামের তালিকার ব দিয়ে মেয়েদের আধুনিক নামের তালিকা অর্থসহ, ব দিয়ে মেয়েদের ইসলামিক নাম, ব দিয়ে মেয়েদের ইসলামিক নাম, ব অক্ষর দিয়ে মেয়েদের নাম, ব দিয়ে মেয়েদের আরবি নাম, ব দিয়ে মুসলিম মেয়েদের নাম, ব দিয়ে মেয়েদের নাম অর্থসহ, ব দিয়ে মেয়েদের আধুনিক নাম, ব অক্ষর দিয়ে মেয়েদের ইসলামিক, ব দিয়ে মেয়েদের আরবি নাম, ব দিয়ে মেয়েদের আধুনিক নাম,

ব দিয়ে মেয়েদের আধুনিক ইসলামিক, ব দিয়ে মেয়েদের সুন্দর ইসলামিক, ব দিয়ে মেয়ে বাবুর ইসলামিক, ব দিয়ে মেয়েদের ইসলামিক নামের, ব দিয়ে আধুনিক মিষ্টি মেয়ের, ব দিয়ে মেয়ে বাচ্চাদের নাম, ব দিয়ে মেয়ে শিশুর নাম, ব দিয়ে মেয়ে শিশুর নাম, ব দিয়ে মেয়েদের ইসলামিক নাম, ব দিয়ে মেয়েদের ইসলামিক সুন্দর, ব দিয়ে মেয়ে শিশুর সুন্দর, B দিয়ে মেয়েদের নামের তালিকা, B দিয়ে মেয়েদের ইসলামিক নাম,

B দিয়ে মেয়েদের ইসলামিক নাম, B অক্ষর দিয়ে মেয়েদের নাম, B দিয়ে মেয়েদের আরবি নাম, B দিয়ে মুসলিম মেয়েদের নাম, B দিয়ে মেয়েদের নাম অর্থসহ, B দিয়ে মেয়েদের আধুনিক নাম, B অক্ষর দিয়ে মেয়েদের ইসলামিক, B দিয়ে মেয়েদের আরবি নাম, B দিয়ে মেয়েদের আধুনিক নাম, B দিয়ে মেয়েদের আধুনিক ইসলামিক, B দিয়ে মেয়েদের সুন্দর ইসলামিক, B দিয়ে মেয়ে বাবুর ইসলামিক, B দিয়ে মেয়েদের ইসলামিক নামের,

B দিয়ে আধুনিক মিষ্টি মেয়ের, B দিয়ে মেয়ে বাচ্চাদের নাম, B দিয়ে মেয়ে শিশুর নাম, B দিয়ে মেয়ে শিশুর নাম, B দিয়ে মেয়েদের ইসলামিক নাম, B দিয়ে মেয়েদের ইসলামিক সুন্দর নাম, B দিয়ে মেয়ে শিশুর সুন্দর নামগুলোথেকে আপনি আপনার প্রিয় শিশুটির জন্য অর্থসহ সুন্দর একটি নাম পছন্দ করতে পেরেছেন।

নাম পরিবর্তন করা

কারো নাম ভালো অর্থবহ না হলে তা পরিবর্তন করে রাখা যায়। রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন সাহাবির এরূপ নাম পরিবর্তন করে রেখেছিলেন। (তিরমিজি : ২/১১১)

নাম রাখার সময়

সপ্তম দিন নাম রাখা ভালো। নবী করিম (সা.) বলেছেন, ‘জন্মের সপ্তম দিন নবজাতকের নাম রাখো।’ (তিরমিজি, হাদিস : ২৮৩২) আগে-পরে হলেও কোনো ক্ষতি নেই। জন্মের আগেও নাম নির্ধারণে বাধা নেই। (আবু দাউদ : ২/৪৪৬)

আকিকা

আকিকা করা একটি সুন্নত। সপ্তম দিন আকিকা করা আরেকটি সুন্নত। হজরত আয়েশা (রা.) বলেন, ‘সপ্তম দিন রাসুল (সা.) হাসান (রা.) ও হোসাইন (রা.)-এর আকিকা দিয়েছেন এবং তাঁদের নাম রেখেছেন।’ (ইবনে হিব্বান, হাদিস : ৫৩১১) কোনো কারণে সপ্তম দিন আকিকা করা সম্ভব না হলে পরে সুবিধামতো সময়ে আকিকা করা যাবে। একটি ছাগল জবাই করার দ্বারা আকিকার সুন্নত আদায় হয়ে যায়। তবে ছেলেশিশু হলে দুটি ছাগল জবাই করা উত্তম। আকিকার গোশত কোরবানির গোশতের মতো সবাই খেতে পারে। (শরহুল মুহাজ্জাব : ৮/৪৩০)

নামের সঙ্গে বাবার নাম

বংশপরিচয়ের জন্য ছেলে বা মেয়ের নামের সঙ্গে বাবার নাম বা বংশের নাম ব্যবহার করা উত্তম। বিয়ের পর নারীর নামের সঙ্গে নিজ বংশের নামের পরিবর্তে স্বামীর বংশের নাম অথবা পিতার নামের পরিবর্তে স্বামীর নাম যুক্ত করা অযৌক্তিক। নবীপত্নীরা ও সাহাবায়ে কেরামের স্ত্রীরা এমনটি করেননি।

মা-বাবার নামের সঙ্গে মিল রাখা

সন্তানের নাম মা বা বাবার নামের সঙ্গে মিলিয়ে রাখা জরুরি নয়। একইভাবে জরুরি নয় ছেলের নামের সঙ্গে বাবার নাম ও মেয়ের নামের সঙ্গে মায়ের নাম অথবা তার বিপরীত উল্লেখ করা। অর্থাৎ মা-বাবার নামের সঙ্গে মিল থাকা গুরুত্বপূর্ণ নয়, নামটি সুন্দর হওয়াই গুরুত্বপূর্ণ।

জন্মনিবন্ধন

শিশুর নামকরণের পর তার জন্মনিবন্ধন করা উচিত। এতে তার নাগরিক অধিকার ও জাতীয় স্বীকৃতি নিশ্চিত হয়। চিকিৎসাসেবা, শিক্ষালাভ ও আন্তর্জাতিক পরিষেবাগুলো প্রাপ্তির পথ সুগম হয়। ভবিষ্যতে সামাজিক, রাষ্ট্রীয় ও আইনগত ক্ষেত্রে সুবিধা গ্রহণ করা সহজ হয় এবং জটিলতামুক্ত হওয়া যায়।

ব দিয়ে আপনার মেয়ে বাবুর নাম চূড়ান্ত করার আগে দয়া করে অবশ্যই আপনার স্থানীয় মসজিদের ইমাম অথবা একজন ভাল আলেমের সাথে পরামর্শ করে নিবেন।

পোস্টটি শেয়ার করে অন্যদেরকেও ব দিয়ে মেয়েদের ইসলামিক নাম খুজে পেতে সাহা্য্য করুন।

আরো পড়ুনঃ

ও দিয়ে মেয়েদের ইসলামিক নাম
অ দিয়ে মেয়েদের ইসলামিক নাম
ব দিয়ে মেয়েদের ইসলামিক নাম
প দিয়ে মেয়েদের ইসলামিক নাম
ই দিয়ে মেয়েদের ইসলামিক নাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button