free web hit counter
মুসলিম মেয়েদের নাম

র দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ২০২৫ (300+ Girls Names With “R”)

র দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ২০২৫ (300+ Girls Names With “R”)! র দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থ সহ এর সংগ্রহশালায় আপনাকে স্বাগতম ।আপনি কি আপনার প্রিয় মেয়ে শিশুর জন্য র দিয়ে মেয়েদের ইসলামিক নাম খুজছেন? র দিয়ে মেয়ে বাবুদের (r diye meyeder islamic name) অত্যন্ত চমৎকার কিছু নাম বাছাই করেছি আমরা।

এখানে আরো পাবেন- র দিয়ে মেয়েদের নামের তালিকা, র দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ, র দিয়ে মেয়েদের ইসলামিক নামের তালিকা, র দিয়ে মুসলিম মেয়ে শিশুর নাম, র দিয়ে মেয়েদের আধুনিক নাম, র দিয়ে মুসলিম মেয়েদের আধুনিক নাম, র দিয়ে মেয়েদের আধুনিক ইসলামিক নাম ইত্যাদি। মেয়ের নাম বাছাই করার সময় খেয়াল রাখবেন যেন র দিয়ে পছন্দ করা নামটির সুন্দর একটি অর্থ থাকে।

শিশুর নাম রাখার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা

নাম হলো পরিচয় ও নিদর্শন। নামের আরবি হলো ‘ইসম’। ইসম অর্থ চিহ্ন, আলামত, পরিচিতি, লক্ষণ, উন্নয়ন, বর্ধন, সম্মান, সুনাম, যশ, খ্যাতি ইত্যাদি। মানুষ দুনিয়ায় আসার পর প্রথম যা লাভ করে তা হলো তার নাম-পরিচয়। মৃত্যুর পরেও মানুষের নাম বেঁচে থাকে। তাই শিশুর সুন্দর নাম তার জন্মগত অধিকার।

শিশুর নাম রাখবে কে

শিশুর নাম রাখার অধিকারী হলেন প্রথমত মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি, ভাই-বোন, ফুফু-খালা, চাচা-মামা ও আত্মীয়-স্বজন। নাম যেন অর্থবহ হয় তা খেয়াল রাখতে হবে। যে কেউ নামের প্রস্তাব বা পরামর্শ দিতে পারে। অভিজ্ঞ আলেম বা বিজ্ঞ ব্যক্তি প্রস্তাবিত নামের অর্থ, গুণাগুণ ও তাৎপর্য অনুসারে এর প্রাধান্য ব্যাখ্যা করবেন। সন্তানের অভিভাবকরা নাম গ্রহণে সিদ্ধান্ত নেবেন।

সুন্দর অর্থবহ ও শ্রুতিমধুর নাম হওয়া বাঞ্ছনীয়

নাম অর্থবহ, সুন্দর, শ্রুতিমধুর ও সহজ হওয়া বাঞ্ছনীয়। মন্দ অর্থবহ বা গুণাগুণ সংবলিত নাম রাখা উচিত নয়। (বুখারি : ২/৯১৪) তাই ক্ষতিকারক ও আল্লাহর গজব সংবলিত ফণী, তিতলি ইত্যাদি কারো নাম রাখা বুদ্ধিমানের কাজ হতে পারে না। কেননা নামের প্রভাব মানুষের সত্তা ও গুণাগুণের ওপরও পড়ে। আর হাশরের ময়দানে প্রত্যেককে তার নামেই ডাকা হবে। (আবু দাউদ : ২/৬৭৬)

আমরা র দিয়ে অনেকগুলো নামের মধ্যে থেকে যাচাই-বাছাই করে আপনার মেয়ে বাবুর জন্য শুধুমাত্র অল্প কিছু স্পেশাল সুন্দর, ইউনিক এবং আনকমন কিছু নামের তালিকা তৈরি করেছি । নিচে র দিয়ে মেয়েদের ইসলামিক নামের অর্থ সহ তালিকাটি দেয়া হলো।

র দিয়ে আপনার মেয়ে বাবুর নাম চূড়ান্ত করার আগে দয়া করে অবশ্যই আপনার স্থানীয় মসজিদের ইমাম অথবা একজন ভাল আলেমের সাথে পরামর্শ করে নিবেন।

র দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ২০২৫

ক্রমিক নং

নাম

নামের অর্থ

রিফা

উত্তম। 

রামিছা 

নিরাপদ। 

রাইসা

নিরাপদ ।

রীমা

সাদা হরিণ।

রহিমা

দয়ালু 

রাফা

সুখ 

রাবেয়া

নিঃস্বার্থ 

রুকাইয়া

উচ্ছতর 

রুম্মন

ডালিম 

১০

রুমালী

কবুতর 

১১

রোশনী

আলো 

১২

রশীদা –

বিদূষী 

১৩

রাওনাফ

সৌন্দর্য 

১৪

রওশন

উজ্জ্বল 

১৫

রীমা

সাদা হরিণ

১৬

রোমানা

ডালিম 

১৭

রিমশা

ফুল  

১৮

রিহানা

পবিত্র,  শুদ্ধ 

১৯

রোমিসা

সৌন্দর্য, স্বর্গ

২০

রাফিয়া

উন্নত 

২১

রাইসা 

রাণী 

২২

রামিসা

নিরাপদ 

২৩

রাশীদা

বিদুষী 

২৪

রায়হানা

সুগন্ধি ফুল

২৫

রহিমা –

দয়ালু 

২৬

রাবিয়াহ 

বাগান 

২৭

রিফাহ

ভাল। 

২৮

রহিমা 

দয়ালু

২৯

রাবিয়াহ 

বাগান

৩০

রাদিআহ 

সন্তুষ্টি

৩১

রাফিয়া 

উন্নত

৩২

রাইসা 

রানী

৩৩

রামিসা 

নিরাপদ

৩৪

রামিসা আনান

নিরাপদ মেঘ

৩৫

রামিশা আনজুম

নিরাপদ তারা

৩৬

রামিমা বিলকিস

নিরাপদ রানী

৩৭

রামিসা ফারিহা

নিরাপদ সুখী

৩৮

রামিসা গওহর

নিরাপদ মুক্তা

৩৯

রামিসা মালিহা

নিরাপদ সুন্দরী

৪০

রামিস আনান

নিরাপদ মেঘ

৪১

রামিস আনজুম

নিরাপদ তারা

৪২

রামিস আতিয়া

নিরাপদ উপহার

৪৩

রামিস বাশারাত

নিরাপদ শুভসংবাদ

৪৪

রামিস ফারিহা

নিরাপদ সুখী

৪৫

রামিস লুবনা

নিরাপদ বৃক্ষ

৪৬

রামিস মালিয়াত

নিরাপদ সম্পদ

৪৭

রামিস মুবাশশিরা

নিরাপদ সুসংবাদ

৪৮

রামিস মুনিয়াত

নিরাপদ ইচ্ছা

৪৯

রামিস নাওয়াল

নিরাপদ উপহার

৫০

রামিস নুজহাত

নিরাপদ প্রফুল্ল

৫১

রামিস রাওনাক

নিরাপদ সৌন্দর্য

৫২

রামিস সালমা

নিরাপদ প্রশান্ত

৫৩

রামিস তাহিয়া

নিরাপদ শুভেচ্ছা

৫৪

রামিস তারাননুম

নিরাপদ গুঞ্জরন

৫৫

রামিস যাহরা

নিরাপদ ফুল

৫৬

রানা আবরেশমী

সুন্দর কমনীয়

৫৭

রানা আদিবা

সুন্দর শিষ্টাচারী

৫৮

রানা আনজুম

কমনীয় তারা

৫৯

রানা আতিয়া

সুন্দর উপহার

৬০

রানা গওহার

কমনীয় মুক্তা

৬১

রানা লামিসা

সুন্দর অনুভূতি

৬২

রানা নাওয়ার

সুন্দর ফুল

৬৩

রানা রায়হান

সুন্দর সুগন্ধীফুল

৬৪

রানা রুমালী

সুন্দর কবুতর

৬৫

রানা সাইদা

সুন্দর নদী

৬৬

রানা সালমা

সুন্দর প্রশান্ত

৬৭

রানা শামা

সুন্দর প্রদীপ

৬৮

রানা শারমিলা

সুন্দর লজ্জাবতী

৬৯

রানা তাবাসসুম

সুন্দর কমনীয়

৭০

রানা তারাননুম

সুন্দর গুঞ্জরণ

৭১

রানা ইয়াসমীন

সুন্দর জেসমিন

৭২

রানা নাওয়াল

সুন্দর উপহার

৭৩

রাশীদা 

বিদূষী

৭৪

রোশনী 

আলো

৭৫

রওশান 

উজ্জ্বল

৭৬

রওশান মালিয়াত

নিরাপদ সম্পদ

৭৭

রেবা 

নদী

৭৮

রেযাহ্ 

পরমানু

৭৯

রিফাহ নানজীবা

ভাল উন্নত

৮০

রিফাহ রাফিয়া

ভাল উন্নত

৮১

রিফাহ সাজিদা

ভাল ধার্মিক

৮২

রিফাহ তামান্না

ভাল ইচ্ছা

৮৩

রিফাহ তাসফিয়া

ভাল বিশুদ্ধকারী

৮৪

রিফাহ সানজীদাহ

ভাল বিবেচক

৮৫

রিফাহ তাসনিয়া

ভাল প্রসংসা

৮৬

রাফাহ জাকীয়াহ

ভাল বিশুদ্ধ

৮৭

রীমা 

সাদা হরিন 

৮৮

রুমালী 

কবুতর

৮৯

রুমা 

কবুতর

৯০

রুম্মান 

ডালিম

৯১

রাবেয়া (রাবিআ)

চতুর্থা, বিখ্যাত মহিলা সাধক

৯২

রাহেলা

যাত্রী

৯৩

রাশিদা

সৎপথ গামী

৯৪

রাগিবা

আগ্রহী

৯৫

রাবীয়া

বসন্তকাল

৯৬

রাহিমা

দয়ালু

৯৭

রাশীদা

 বুদ্ধিমতি, সুপথের পথিক

৯৮

রফীকা

সঙ্গিনী, বান্ধবী

৯৯

রেজওয়ানা

সন্তোষ

১০০

রাদিয়া (রাজিয়া)

সন্তুষ্ট

১০১

রাকীবা

পর্যবেক্ষক, নিয়ন্ত্রক

১০২

রুকিয়া (রোকেয়া)

তন্ত্র-মন্ত্র, ঝাড়ফুঁক

১০৩

রুম্মান

ডালিম

১০৪

রয়ীসা

রাণী, সভানেত্রী

১০৫

রায়হানা

সুগন্ধি, পুস্প

১০৬

রফিয়া

উচ্চ, উন্নত

১০৭

রাকিবা

আরোহিনী

১০৮

রাফিদা

সাহায্য কারিণী

১০৯

রাজিয়া

পছন্দীয়া

১১০

রামীযা

জ্ঞানবতী

১১১

রওশন

উজ্জর

১১২

রাক্তনাক

সৌন্দর্য

১১৩

রূমানা

উপন্যাস, প্রেম কাহিনী

১১৪

রেহানা

তীব্রঘ্রান যুক্ত ফল

১১৫

রামীছা

নিরাপদ

১১৬

রা’না

কমনীয়, সুন্দর

১১৭

রীমা

ফেনা, হরিণী

১১৮

রুমালী

কবুতর

১১৯

রাক্বীবা

প্রতিদন্দী

১২০

রুতা

পদমর্যাদা

১২১

রা’না ইয়াসমীনা

প্রস্ফুটিত হাসনাহেনা

১২২

রিফা সানজীদা

উত্তম সহযোগিনী

১২৩

রিফা তামান্না

উত্তম আকাঙ্ক্ষা

১২৪

রামিছা আনজুম

নিরাপদ তারা

১২৫

রামিছা ফারিহা

নিরাপদ সুখী

১২৬

রামিছা মুনিয়া

নিরাপদ ইচ্ছা

১২৭

রামিছা মুবাশইশরা

নিরাপদ সুসংবাদ

১২৮

রামিছা নুজহাত

নিরাপদ প্রফুল্লতা

১২৯

রামিছা সালমা

নিরাপদ প্রশান্ত

১৩০

রামিছা যাহরা

নিরাপদ ফুল

১৩১

রামিছা বিলকিস

নিরাপদ রাণী

১৩২

রামিছা তাবাসসুম

নিরাপদ হাসি

১৩৩

রওশান তাবাসসুম

উজ্জল হাসি

১৩৪

রামীছা লুবনা

নিরাপদ বৃক্ষ

১৩৫

রায়হানা আনিকা

সুগন্ধময় সুন্দর ফুল

১৩৬

রাজিয়া খাতুন

প্রত্যাবর্তন কারিনী মহিলা

১৩৭

রিফা আতুন্নিসা

উচ্চ মর্যাদা সম্পন্ন মহিলা

১৩৮

রাহমি 

দয়াময় ওক্ষমাশীল নারীকে বোঝানো হয়েছে।

১৩৯

রওশানা 

উজ্জ্বল বা আলোকিত বোঝানো হয়।

১৪০

রাবহা 

 ফুলের বাগান বোঝানো হয়। 

১৪১

রাদেয়া 

খুবই সন্তুষ্ট ।

১৪২

রাইদাহা 

এমন একজন মহিলা যে নেতৃত্ব দিয়ে থাকে।

১৪৩

রাফা 

 এক সুখী মহিলাকে বোঝানো হয়েছে।

১৪৪

রাশিদা 

বিদূষী এমন বোঝানো হয়।

১৪৫

রাহিফা 

এমন একজনমহিলা যিনি অনেক তীক্ষ্ণ বুদ্ধীর অধিকারী।

১৪৬

রুজায়নাহা 

এমন একজননারী যে মুক্ত দাসী।

১৪৭

রুইয়া 

স্বপ্ন কে বোঝানো হয়েছে।

১৪৮

রুইয়দাহা 

এমন একজননারী যে খুবই ভদ্রস্থ ভাবে চলাফেরা করে।

১৪৯

রুশদিয়া 

এমন একজননারী যে সর্বদা সঠিক পথে চলে।

১৫০

রুশদানা 

এমন একজনমহিলা যে সঠিক ভাবে দেখা শোনা করে।

১৫১

রূপায়য়া 

এমন একজনমহিলা যে খুবই আকর্ষণীয়া।

১৫২

রুকা 

খুবই সুন্দরীঅথবা রূপবতী এমন একজন নারীকে বোঝানো হয়েছে।

১৫৩

রুমানা 

ডালিম।

১৫৪

রুহি 

এমন একজননারী যিনি আপনার আত্মাকে স্পর্শ করতে পারে।

১৫৫

রুহিয়া 

এমন একজননারী যে খুবই আধ্যাত্বিক হয়ে জন্মেছে।

১৫৬

রুহানিয়া 

এমন একজনমহিলা যে আধ্যাত্বিকতা এর পরিচয় দেয়।

১৫৭

রুফায়দা 

এমন একজননারী যিনি মসজিদ থেকে কেনো আহত ব্যক্তির সেবা করে।

১৫৮

রুফায়হা 

এমন একজনযে হাদিথ এর একজন ছাত্রী। 

১৫৯

রুফায়দাহা 

এমন একজননারী যে সব সময়ে অন্যদের সাহায্য করে থাকে। 

১৬০

রুবিনা 

এমন একজনমহিলা যে মানুষের মুখশ্রী পড়তে পারে।

১৬১

রুবায়ী 

এমন একজননারী যে মুয়াবীজ এর একমাত্র কন্যা সন্তান।

১৬২

রুবানী 

একটি পাহাড় বোঝানো হয়েছে।

১৬৩

রুবাবি 

সংগীত এ ব্যবহৃত যন্ত্রের দুটি তারকে বোঝানো হয়েছে।

১৬৪

রুবা 

এমন একজনমহিলা যে পাহাড় এর মতো উঁচু।

১৬৫

রুয়া 

 দৃষ্টি কে বোঝানো হয়েছে। 

১৬৬

রোজিমাহ 

গোলাপের মতসুন্দর নারীকে বোঝানো হয়েছে।

১৬৭

রসিনা 

এমন একজনমহিলা যে আলো দান করে। 

১৬৮

রোশনাকা 

এমন একজন নারী যে ছোটো একটা আলোর উৎস।

১৬৯

রুবি 

একজাতীয় মুক্তকে বোঝানো হয়েছে ।

১৭০

রোমেসা 

স্বর্গের সৌন্দর্য্যকে বোঝানো হয়েছে।

১৭১

রোমানা 

এমন একজনমহিলা যে খুবই রোমাঞ্চকর হয়। 

১৭২

রোহি 

জীবনকে বোঝানো হয়েছে। 

১৭৩

রহীনা 

লোহা এরমতো খুবই শক্তিশালী এমন একজন মহিলা।

১৭৪

রোহা 

কোনো এক জীবন মুখী মহিলাকে বোঝানো হয়েছে।

১৭৫

রবিনা 

এমন একজনমহিলা যে খুবই সুখী এমন বোঝানো হয়েছে।

১৭৬

রিজওয়ানা রিজওয়ান

 এরখ্যাতি বোঝানো হয় এমন একজন মহিলা।

১৭৭

রিন্তাহা 

 একটি সুন্দর ফুলকে বোঝানো হয়েছে।

১৭৮

রুফায়া 

হাদিথ এরএক ছাত্রীকে বোঝানো হয়েছে।

১৭৯

রিজানা 

 এক সুখানুভব মহিলাকে বোঝানো হয়েছে।

১৮০

রিয়াযা 

বাগান।

১৮১

রিমশা 

এক গুচ্ছ ফুলকে বোঝানো হয়েছে।

১৮২

রিমহা 

 এক সাদা গজিলা হরিণকে বোঝানো হয়েছে।

১৮৩

রিহামা 

 অল্প বৃষ্টিকে বোঝানো হয়েছে। 

১৮৪

রিহাবা 

বিস্তৃত এমন বোঝানো হয়েছে।

১৮৫

রিহানা 

 মিষ্টি পুঁদিনা বোঝানো হয়েছে। 

১৮৬

রিফকা 

এমন একজনমহিলা যে খুবই দয়ালু মনের মানুষ।

১৮৭

রিফাতা 

খুবই সুখীঅথবা খুশি এমন একজন মহিলাকে বোঝানো হয়েছে।

১৮৮

রিফা 

এমন একজনমহিলা যার অনেক শান্তি সুখ আছে।

১৮৯

রিদা 

একটা কাপড়েরটুকরো বোঝানো হয়েছে।

১৯০

রেফিজা 

এমন একজনমহিলা যিনি অত্যন্ত লম্বা এবং সুন্দরী।

১৯১

রেশমিনা 

এমন একজননারী যাকে রেশম এর সাথে তুলনা করা হয়েছে। 

১৯২

রেশমা 

এমন একজনমহিলা যাকে সোনালী রং এর রেশম এর সাথে তুলনা করা হয়েছে। 

১৯৩

রেশামনা 

খুবই নরমএমন কিছু বোঝানো হয়েছে । 

১৯৪

রেহানা 

এক মুঠোমিষ্টি তুলসী বোঝানো হয়েছে।

১৯৫

রাজবা 

মদিনা এরপর্বত মালাকে বোঝানো হয়েছে।

১৯৬

রেজিয়া 

খুবই খুশিবা সুখী এমন একজন মহিলা কে বোঝানো হয়েছে। 

১৯৭

রাজিকা 

এমন একজন মহিলা যে অন্যদের খাবার দান করে।

১৯৮

রাজিনা 

এমন একজনমহিলা যে খুবই স্থির এবং শান্ত ভাবে থাকে। 

১৯৯

রাজ্জনা 

স্বদখল বোঝানো হয়েছে। 

২০০

রাজানী 

এমন একমহিলা যে খুবই সম্মানিত একজন। 

২০১

রাইয়া 

এমন একজনমহিলা যে অভিভাবিকা রূপে চিহ্নিত। 

২০২

রায়ানা 

স্বর্গের এক দরজা বোঝানো হয়েছে।

২০৩

রায়া 

সুগন্ধি কিছু বোঝানো হয়েছে।

২০৪

রাওজা 

একটি সুন্দরবাগান বোঝানো হয়েছে ।

২০৫

রইয়া 

এমন একমহিলা যে পাঠক।

২০৬

রাইয়ানা 

আধ্যাত্বিক ক্ষমতাবোঝানো হয়েছে ।

২০৭

রাউদাহা 

বাগান।

২০৮

রায়াহা 

একজন হাদীথএর বাসিন্দা বোঝানো হয়েছে।

২০৯

রৌশনী 

আলোর ঝলকানিবোঝানো হয়েছে এমন একজন মহিলা। 

২১০

রৌশানা 

 জাবিন এমন একজন মহিলা যার উজ্বল কপাল। 

২১১

রৌশানা 

 আরা আলোর শোভা বোঝানো হয়েছে।

২১২

রুফাইদা 

এমন একনারী যিনি সব সময় সকলের পাশে থাকেন।

২১৩

রৌনাকা 

 জাহান এমন একজন মহিলা যে বিশ্বের দীপ্তি বলে পরিচিত।

২১৪

রৌনাকা 

এমন একজনমহিলা যে খুবই সুন্দরী একজন। 

২১৫

রাতিবা 

ভালো ব্যবস্থা বোঝানো হয়েছে।

২১৬

রাসমিয়া 

আনুষ্ঠানিক কিছু বোঝানো হয়েছে।

২১৭

রাশিনা 

এক শান্তস্বভাবের এক মহিলাকে বোঝানো হয়েছে ।

২১৮

রাশিমা 

এমন একজনমহিলা যাকে পরিকল্পক হিসাবে বোঝানো হয়েছে।

২১৯

রাশিখা 

অনেক শিক্ষিতাএমন একজনকে বোঝানো হয়েছে । 

২২০

রাসকা 

এক কামনীয়তামহিলা কে বোঝানো হয়েছে।

২২১

রাশুদাহা 

এমন একজনএকজন মহিলা যে ধার্মিক।

২২২

রাশা 

এমন একজনমহিলা যে ভাম ধরা প্রকৃতির। 

২২৩

রাসী 

সুখময় জীবন।

২২৪

রাকিকা 

এমন একজনমহিলা যে খুবই নরম প্রকৃতির। 

২২৫

রাকিবা 

এমন একজনমহিলা যে অভিভাবিকা রুপে বিবেচিত হয়েছে।

২২৬

রাকিয়া 

একজন নারীযে খুবই উচ্চপদস্থ।

২২৭

রাউমা 

এমন একজনমহিলা যে খুবই কোমল প্রকৃতির। 

২২৮

রানরহা 

এমন একজননারী যে অনেক আলো প্রদান করতে সক্ষম।

২২৯

রানিয়হা 

এমন একমহিলা যে একদৃষ্টি সম্পন্ন।

২৩০

রাজওয়া 

 আশা। 

২৩১

রাখিমা 

এমন একমহিলা যে খুবই নরম প্রকৃতির মানুষ।

২৩২

রুদভী 

এমন একনারী যিনি খুব ভালো বক্তৃতা প্রদান করেন।

২৩৩

রামজিলা 

 জান্নাতের ফুল।

২৩৪

রামিয়ানা

কোনো উপহার বোঝানো হয়েছে।

২৩৫

রামজানা 

একটি ভালো মেয়েকে বোঝানো হয়েছে।

২৩৬

রামাশা 

খুবই সুন্দরএক নারীকে বোঝানো হয়েছে।

২৩৭

রামলা 

মাটি অথবা মহানবী (স) এর স্ত্রী। 

২৩৮

রামিজা 

খুবই বুদ্ধিমানএমন একজন নারী।

২৩৯

রামীশা 

 এক গুচ্ছ সুন্দর ফুলকে বোঝানো হয়েছে।

২৪০

রামীনা 

একজন মহিলাযে সব দিক থেকে সফল। 

২৪১

রাকিনা 

এমন একজনমহিলা যে খুবই প্রতিষ্ঠিত।

২৪২

রামজিয়া

উপহার।

২৪৩

রাখসিয়া 

এমন একজনমহিলা যার মুখশ্রী খুবই সুন্দর। 

২৪৪

রাখসানা 

এমন একমহিলা যে খুবই উজ্জ্বল হয়। 

২৪৫

রানিয়াহ 

একদৃষ্টি সম্পন্নএকমহিলাকে বোঝানো হয়েছে।

২৪৬

রানরহা 

 আলো।দিয়ে আলোর মত উজ্জ্বল নারীকে বোঝানো হয়েছে। 

২৪৭

রাজিনী 

এমন একমহিলা যে খুবই একচেটিয়া প্রকৃতির। 

২৪৮

রাজিহা 

খুবই উচ্চতরবংশের এমন এক নারীকে বোঝানো হয়েছে ।

২৪৯

রাযাবী 

ইসলামিক সময়সূচিরসপ্তম মাসকে বোঝানো হয়েছে।

২৫০

রাইতাহা 

এক মুসিলিমঘরের কন্যা এর পরিচয় স্বরূপব্যবহার হয়।

২৫১

রাইকা 

খুবই খাঁটিএমন এক মহিলাকে বোঝানো হয়েছে। 

২৫২

রাইমানা 

এমন একমহিলা যার ভালো সংস্কৃতি আছে। 

২৫৩

রাইহানা 

এক ঝাঁকফুলের রাশিকে বলা হয়েছে । 

২৫৪

রাইহা 

সুগন্ধ বোঝানো হয়। 

২৫৫

রুহানীয়া 

এমন একনারী যার মন বিশুদ্ধ।

২৫৬

রাহেলা 

খুবই সুখীএকজন মহিলাকে বোঝানো হয়েছে । 

২৫৭

রাহিমা 

সৎ অথবাদয়ালু এমন এক মনের মহিলাকে বোঝানো হয়েছে । 

২৫৮

রাহিফা 

খুবই তীক্ষ্ণএমন এক মহিলাকে বোঝানো হয়েছে। 

২৫৯

রাহানা 

মিষ্টি পুঁদিনা বোঝানো হয়েছে।

২৬০

রাঘিবা 

এমন একজনমহিলা যে ইচ্ছে সম্পূর্না।

২৬১

রাসিখাএমন 

 একজনমহিলা যে খুবই সুপ্রতিষ্ঠিত

২৬২

রাফরাফিয়া 

গদি।

২৬৩

রাফিফা 

খুবই উজ্বল এমন কিছু বোঝানো হয়েছে। 

২৬৪

রাফিদা 

এক মহিলাযে অন্যদের সাহায্য করতে পছন্দ করে।

২৬৫

রাওয়িয়াহ যে 

 নারীপ্রাচীন আরবী কবিতা পড়তে পারে। 

২৬৬

রাফাতা 

এমন একজনমহিলা যে খুবই সমবেদনাশীল।

২৬৭

রাফালি 

একজন নারীযে সুন্দর পোশাক পরিধান করে দেখতে পছন্দ করে। 

২৬৮

রায়হা 

সুন্দর গন্ধকে বোঝানো হয়েছে।

২৬৯

রেহনুমাহ 

যিনি পথদেখায়।

২৭০

রাইদিয়া 

আবরিত হয়েথাকে এমন এক মহিলাকে বোঝানো হয়েছে।

২৭১

রাদিফা 

এমন একজননারী যে খুবই লজ্জা পায়। 

২৭২

রাব্বীকা 

পাহাড় বোঝানো হয়েছে। 

২৭৩

রাব্বিয়া 

একটি ঋতুকেবোঝানো হয়েছে ।

২৭৪

রাবিতা 

সমাবেত হওয়া বোঝানো হয়।

২৭৫

রাবিতানা 

এমন একজননারী যে সকলকে দলবদ্ধ করতে পারে।

২৭৬

রাবিহানা 

এমন একজনমহিলা যে সব সময়ে জয় অর্জন করে।

২৭৭

রাবিয়া 

এমন একজনমহিলা যে বাসাহার এ থাকতো। 

২৭৮

রাবাবিয়া 

দুটি তারযুক্ত এক সংগীত যন্ত্রকে বোঝানো হয়েছে।

২৭৯

রাইনা 

খুবই সুন্দরীএক রাজ কুমারীকে বোঝানো হয়েছে ।

২৮০

রামিসা আনান

মেঘ।

২৮১

রামিশা আনজুমা

একটি সুন্দর তারা।

২৮২

রামিমা বিলকিস

এক রাজার পত্নী অথবা রানীকে বোঝানো হয়।

২৮৩

রামিসা ফারিহা

এমন একজন মহিলাকে বোঝানো হয় যে খুব সুখী।

২৮৪

রামিসানা  গওহর

একটি সুন্দর মুক্তা।

২৮৫

রামিসানা মালিহা

এক সুন্দরী রমণী ।

২৮৬

রানরাহী 

 আলো। 

২৮৭

রুশাকী 

 করুণাএবং দয়া করে এমন এক নারী।

২৮৮

রামিস আতিয়া

একটি সুন্দর উপহার বোঝানো হয়। 

২৮৯

রামিস বাশারাত

শুভ সংবাদ প্রদান করে এমন এক মহিলাকে বোঝানো হয়। 

২৯০

রামিস ফারিহা

এমন সুখী এক মহিলা বোঝানো হয়। 

২৯১

রামিস লুবনা

সুন্দর গাছ বোঝানো হয়।

২৯২

রামিস মালিয়াতি

এমন একজন মহিলা যার অনেক ধন সম্পদ আছে।

২৯৩

রামিস মুবাশশিরা

এমন এক মহিলাকে বোঝানো হয় সুসংবাদ বহন করে আনে।

২৯৪

রামিস মুনিয়াত

কেনো মহিলার ইচ্ছাকে বোঝানো হয়। 

২৯৫

রামিসা  নাওয়াল

 বাংলাএকটি সুন্দর উপহার।

২৯৬

রামিসা নুজহাত

এমন এক মহিলার যে আনন্দে থাকে 

২৯৭

রামিসা রাওনাক

 কেনো এক মহিলার সৌন্দর্য্য বোঝানো হয়।

২৯৮

রামিসা  সালমা

শান্ত স্বভাবের মহিলাকে বোঝানো হয়। 

২৯৯

রামিসা তাহিয়া

শুভেচ্ছা।

৩০০

রামিসা  তারাননুমা

মনোরম গুঞ্জন বোঝানো হয়েছে।

৩০১

রামিসা যাহরা

সুন্দর ফুল বোঝানো হয়েছে।

৩০২

রাহানা আবরেশমী

সুন্দর মনোরম সকালকে বোঝানো হয়।

৩০৩

রিফাহা নানজীবা

এমন একজন মহিলাকে বোঝানো হয় যে সকল বিষয়ে পারদর্শী। 

৩০৪

রিফাহা রাফিয়া

এমন মহিলাকে বোঝানো হয় যে খুবই উচ্চ বংশের।

৩০৫

রিফাহা সাজিদা

একজন ধার্মিক মহিলাকে বোঝানো হয়। 

৩০৬

রিফাহা  তামান্না

এমন এক মহিলাকে বোঝানো হয় শুভ ইচ্ছে পোষণ করেন।

৩০৭

রিফাহা তাসফিয়া

এমন এক মহিলা যে শুদ্ধ মনের অধিকারী।

৩০৮

রিফাহা  সানজীদাহা

এমন এক মহিলাকে বোঝানো হয় যে সুবিবেচক।

৩০৯

রিফাহা তাসনিয়া

এমন একজন মহিলা যে সুন্দর প্রশংসা করে।

৩১০

রাফাহা  জাকীয়াহা

শুদ্ধ মনের রমণী। 

৩১১

রেবা 

 খরস্রোতা নদী।

৩১২

রাহানা সাইদা

 বাংলাসুন্দর নদী। 

৩১৩

রাহানা সালমা

এমন একজন মহিলা যিনি শান্ত স্বভাবের ।

মেয়েদের ইসলামিক পূর্ণাঙ্গ নাম র দিয়ে

ক্রম সংখ্যাবাংলা নামইংরেজি নামঅর্থ
রাবেয়া খাতুনRabeya Khatunসৎ মহিলা, শুদ্ধ
রাইফা সুলতানাRaifa Sultanaদয়ালু রাণী
রুহি জাহানRuhi Jahanজীবনের সারমর্ম
রিমা আক্তারRima Akhtarনরম প্রকৃতির মেয়ে
রুকাইয়া বেগমRukaiya Begumমহানবীর স্ত্রী, নেত্রী
রিমশা জান্নাতRimsha Jannatস্বর্গের সুগন্ধি ফুল
রাহিলা আক্তারRahila Akhtarভ্রমণকারী
রাইসা মুনতাহাRaisa Muntahaউচ্চ মর্যাদার, সর্বোচ্চ
রাশিদা পারভীনRashida Parvinসঠিক পথে থাকা, ফুলের মতো
১০রুবাবা সুলতানাRubaba Sultanaমহৎ রাণী
১১রুহিনা জান্নাতRuhina Jannatআত্মার মতো, জান্নাতের সৌন্দর্য
১২রুমাইসা খাতুনRumaisa Khatunসুন্দর, একজন সাহাবা
১৩রুহান আরিফাRuhan Arifaআধ্যাত্মিক, জ্ঞানী
১৪রাহিমা বেগমRahima Begumদয়ালু মহিলা
১৫রেশমা পারভীনReshma Parvinমোলায়েম, ফুলের মতো
১৬রাবিনা সুলতানাRabina Sultanaকণ্ঠস্বর মিষ্টি, রাণী
১৭রুকসানা জান্নাতRuksana Jannatআকাশের আলো, জান্নাতের সুন্দর
১৮রামিজা আক্তারRamiza Akhtarসম্মানিত
১৯রাইহানাতুল জান্নাতRaihanatul Jannatজান্নাতের সৌন্দর্য
২০রুকাইয়া ফেরদৌসীRukaiya Ferdousiজান্নাতের বিশেষ বাসিন্দা
২১রাইফা নাওমিRaifa Naomiদয়ালু, আনন্দ
২২রাশিলা তাসনিমRashila Tasnimসুখী, বেহেশতের ফোয়ারা
২৩রুবিনা বেগমRubina Begumমঙ্গলময়
২৪রেহানা সুলতানাRehana Sultanaসুগন্ধি, শাসক রাণী
২৫রুমাইয়া নাজনীনRumaiya Nazninমিষ্টি মেয়ে, মর্যাদাবান
২৬রাফিয়া শারমিনRafia Sharminউন্নত মর্যাদার, লজ্জাশীলা
২৭রাহাত আরিফাRahat Arifaশান্তি, জ্ঞানী
২৮রাইফা জান্নাতুলRaifa Jannatulদয়ালু, জান্নাতের মেয়ে
২৯রুকাইয়া নাজনীনRukaiya Nazninমহৎ, সুন্দর
৩০রাফিয়া মুনতাহাRafia Muntahaউচ্চ মর্যাদার, পূর্ণতা
৩১রুকসানা ফেরদৌসRuksana Ferdousজান্নাতের আলো
৩২রাহিলা জান্নাতRahila Jannatজান্নাতের পথিক
৩৩রুমানা পারভীনRumana Parvinবন্ধুপ্রিয়, ফুলের মতো
৩৪রুবাইয়া সুলতানাRubaiya Sultanaমহৎ শাসক
৩৫রাবিতা আক্তারRabita Akhtarসংযুক্তি, বন্ধন
৩৬রাহিমা সুলতানাRahima Sultanaদয়ালু শাসক
৩৭রেশমিনা জান্নাতReshmina Jannatমোলায়েম, জান্নাতের সৌন্দর্য
৩৮রাইসা বেগমRaisa Begumরাণী, মর্যাদাবান
৩৯রুবাইয়া আরিফাRubaiya Arifaআধ্যাত্মিক, জ্ঞানী
৪০রাফিদা জান্নাতRafida Jannatজান্নাতের উপহার
৪১রাহিলা তাসনিমRahila Tasnimভ্রমণকারী, বেহেশতের ফোয়ারা
৪২রাকিবা মুনতাহাRakiba Muntahaনিরাপত্তা প্রদানকারী, সর্বোচ্চ
৪৩রাহানা ফেরদৌসRahana Ferdousসুগন্ধি, জান্নাত
৪৪রুকাইয়া নাওমিRukaiya Naomiমহানবীর স্ত্রী, আনন্দ
৪৫রাফসানা আক্তারRafsana Akhtarচমৎকার, বিশুদ্ধ
৪৬রুহাইদা পারভীনRuhaida Parvinআত্মিক, ফুলের মতো
৪৭রাইমা জান্নাতRaima Jannatশান্তি, জান্নাতের সৌন্দর্য
৪৮রাফসিয়া সুলতানাRafsia Sultanaউন্নত, রাণী
৪৯রামিশা আক্তারRamisha Akhtarআনন্দময়
৫০রাবিয়া তাসনিমRabia Tasnimসুমিষ্ট, বেহেশতের ফোয়ারা

 

সৌদি মেয়েদের ইসলামিক নাম র দিয়ে

ক্রম সংখ্যাবাংলা নামইংরেজি নামঅর্থ
রাওদাRawdaবাগান, সুন্দর স্থান
রিমাRimaসাদা হরিণ
রাজিয়াRaziaসন্তুষ্ট, খুশি
রুকাইয়াRukaiyaমহানবীর স্ত্রী, উন্নত
রাহিমাRahimaদয়ালু
রাওহাRawhaবিশ্রাম, স্বস্তি
রাইফাRaifaদয়ালু
রিমশাRimshaসাদা মেঘ
রাশিদাRashidaসঠিক পথে থাকা
১০রুবাইয়াRubaiyaঝর্ণা, কলকল শব্দ
১১রাহাফRahafকোমলতা
১২রাবিয়াRabiaবসন্তকাল, প্রাথমিক
১৩
১৪রাহিলাRahilaভ্রমণকারী
১৫রুমাইসাRumaisaসুন্দর, একজন সাহাবা
১৬রাফিদাRafidaসহায়ক
১৭রামিসাRamisaসাদা, মায়াবী চাঁদ
১৮রুকসানাRuksanaউজ্জ্বল
১৯রাবাবRababসঙ্গীতের যন্ত্র, মেঘ
২০
২১রোহাইRohaiউচ্চ মর্যাদার
২২রাহমাRahmaদয়া
২৩রুকাইয়া জান্নাতুলRukaiya Jannatulমহানবীর স্ত্রী, জান্নাতের মেয়ে
২৪রাওশানRawshanউজ্জ্বল, আলোকিত
২৫
২৬রামিজাRamizaনির্দেশনা প্রদানকারী
২৭রাহমতRahmatআল্লাহর রহমত
২৮রাকিবাRakibaতত্ত্বাবধায়ক
২৯রামলাহRamlahবালু, প্রাচীন নাম
৩০রাইসাRaisaনেত্রী, উচ্চ মর্যাদার
৩১রামিয়াRamiaলক্ষ্য নির্ধারক
৩২রাবিয়া সুলতানাRabia Sultanaবসন্তের শাসক
৩৩রাহিবাRahibaসম্মানিত
৩৪রুকাইয়া সুলতানাRukaiya Sultanaমহানবীর স্ত্রী, রাণী
৩৫রাইহানাRaihanaসুগন্ধি ফুল
৩৬রুবাইয়া জান্নাতRubaiya Jannatবেহেশতের ঝর্ণা
৩৭রামিশাRamishaসুন্দর, দ্যুতিময়
৩৮রাহিলা জান্নাতRahila Jannatজান্নাতের পথিক
৩৯রাফিয়াRafiaউচ্চ মর্যাদার
৪০রুবাইয়া মুনতাহাRubaiya Muntahaঝর্ণা, পূর্ণতা
৪১রাইমাRaimaখুশি
৪২রামিসRamisসাহসী, উচ্চ
৪৩রুহানRuhanআধ্যাত্মিক
৪৪রাশিদা জান্নাতRashida Jannatসঠিক পথে থাকা, বেহেশতের আলো
৪৫রেহানাRehanaসুগন্ধি
৪৬রুকসানা জান্নাতRuksana Jannatউজ্জ্বল, জান্নাতের আলো
৪৭রাহিলা সুলতানাRahila Sultanaভ্রমণকারী রাণী
৪৮রুবিনাRubinaউজ্জ্বল, মঙ্গলময়
৪৯রাইফা সুলতানাRaifa Sultanaদয়ালু রাণী
৫০রামিলাRamilaপ্রাচীন সৌদি আরবের নাম

এই নামগুলো সৌদি আরবের মেয়েদের জন্য উপযোগী এবং ইসলামিক সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ।

পাকিস্তানি মেয়েদের ইসলামিক নাম র দিয়ে

ক্রমিক নংনাম (বাংলা)নাম (ইংরেজি)অর্থ
রুবিনাRubinaলালচে রঙের পাথর
রুমানাRumanaআরামদায়ক
রাজিয়াRaziaসন্তুষ্ট, খুশি
রাহিলাRahilaভেড়া
রেশমাReshmaরেশম
রাবেয়াRabe’aচতুর্থ; বসন্তের প্রথম মাস
রাফিয়াRafiaউচ্চ পদস্থ; সম্মানিত; বন্ধু
রাইমাRaimaসাদা হরিণ
রাকিয়াRaqiyaউন্নত, উচ্চতর
১০রানিয়াRaniaদৃষ্টি, তাকানো
১১রাশিদাRashidaসঠিক পথপ্রাপ্ত
১২রিজওয়ানাRizwanaসন্তুষ্টি, খুশি
১৩রুকাইয়াRuqayyaমন্ত্র, ঝাড়ফুঁক
১৪রুমাইসাRumaisaফুলের তোড়া
১৫রায়াRayaতৃষ্ণা নিবারণকারী
১৬রিদওয়ানাRidwanaসন্তুষ্টি, খুশি
১৭রাফিদাRafidahসাহায্যকারী
১৮রাওদাRawdaবাগান, স্বর্গ
১৯রাবিয়াRabiaবসন্তকাল
২০রামিলাRamilaভবিষ্যদ্বক্তা
২১রানাRanaদৃষ্টি, তাকানো
২২রাবিহাRabihaলাভবান
২৩রাশাRashaযুবতী হরিণ
২৪রাজিয়াRaziaসন্তুষ্ট
২৫রিফাRifaউচ্চতা

র দিয়ে মেয়েদের নামের তালিকা অর্থসহ

র দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

আমরা আশা করি, উপরের নামের তালিকার র দিয়ে মেয়েদের নামের তালিকা অর্থসহ, র দিয়ে মেয়েদের ইসলামিক নাম, র দিয়ে মেয়েদের ইসলামিক নাম, র অক্ষর দিয়ে মেয়েদের নাম, র দিয়ে মেয়েদের আরবি নাম, র দিয়ে মুসলিম মেয়েদের নাম, র দিয়ে মেয়েদের নাম অর্থসহ, র দিয়ে মেয়েদের আধুনিক নাম, র অক্ষর দিয়ে মেয়েদের ইসলামিক, র দিয়ে মেয়েদের আরবি নাম, র দিয়ে মেয়েদের আধুনিক নাম, র দিয়ে মেয়েদের আধুনিক ইসলামিক, র দিয়ে মেয়েদের সুন্দর ইসলামিক,

র দিয়ে মেয়ে বাবুর ইসলামিক, র দিয়ে মেয়েদের ইসলামিক নামের, র দিয়ে আধুনিক মিষ্টি মেয়ের, র দিয়ে মেয়ে বাচ্চাদের নাম, র দিয়ে মেয়ে শিশুর নাম, র দিয়ে মেয়ে শিশুর নাম, র দিয়ে মেয়েদের ইসলামিক নাম, র দিয়ে মেয়েদের ইসলামিক সুন্দর, র দিয়ে মেয়ে শিশুর সুন্দর, R দিয়ে মেয়েদের নামের তালিকা, R দিয়ে মেয়েদের ইসলামিক নাম, R দিয়ে মেয়েদের ইসলামিক নাম, R অক্ষর দিয়ে মেয়েদের নাম, R দিয়ে মেয়েদের আরবি নাম, R দিয়ে মুসলিম মেয়েদের নাম,

R দিয়ে মেয়েদের নাম অর্থসহ, R দিয়ে মেয়েদের আধুনিক নাম, R অক্ষর দিয়ে মেয়েদের ইসলামিক, R দিয়ে মেয়েদের আরবি নাম, R দিয়ে মেয়েদের আধুনিক নাম, R দিয়ে মেয়েদের আধুনিক ইসলামিক, R দিয়ে মেয়েদের সুন্দর ইসলামিক, R দিয়ে মেয়ে বাবুর ইসলামিক, R দিয়ে মেয়েদের ইসলামিক নামের, R দিয়ে আধুনিক মিষ্টি মেয়ের, R দিয়ে মেয়ে বাচ্চাদের নাম, R দিয়ে মেয়ে শিশুর নাম, R দিয়ে মেয়ে শিশুর নাম, R দিয়ে মেয়েদের ইসলামিক নাম, R দিয়ে মেয়েদের ইসলামিক সুন্দর নাম, R দিয়ে মেয়ে শিশুর সুন্দর নামগুলোথেকে আপনি আপনার প্রিয় শিশুটির জন্য অর্থসহ সুন্দর একটি নাম পছন্দ করতে পেরেছেন।

নাম পরিবর্তন করা

কারো নাম ভালো অর্থবহ না হলে তা পরিবর্তন করে রাখা যায়। রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন সাহাবির এরূপ নাম পরিবর্তন করে রেখেছিলেন। (তিরমিজি : ২/১১১)

নাম রাখার সময়

সপ্তম দিন নাম রাখা ভালো। নবী করিম (সা.) বলেছেন, ‘জন্মের সপ্তম দিন নবজাতকের নাম রাখো।’ (তিরমিজি, হাদিস : ২৮৩২) আগে-পরে হলেও কোনো ক্ষতি নেই। জন্মের আগেও নাম নির্ধারণে বাধা নেই। (আবু দাউদ : ২/৪৪৬)

আকিকা

আকিকা করা একটি সুন্নত। সপ্তম দিন আকিকা করা আরেকটি সুন্নত। হজরত আয়েশা (রা.) বলেন, ‘সপ্তম দিন রাসুল (সা.) হাসান (রা.) ও হোসাইন (রা.)-এর আকিকা দিয়েছেন এবং তাঁদের নাম রেখেছেন।’ (ইবনে হিব্বান, হাদিস : ৫৩১১) কোনো কারণে সপ্তম দিন আকিকা করা সম্ভব না হলে পরে সুবিধামতো সময়ে আকিকা করা যাবে। একটি ছাগল জবাই করার দ্বারা আকিকার সুন্নত আদায় হয়ে যায়। তবে ছেলেশিশু হলে দুটি ছাগল জবাই করা উত্তম। আকিকার গোশত কোরবানির গোশতের মতো সবাই খেতে পারে। (শরহুল মুহাজ্জাব : ৮/৪৩০)

নামের সঙ্গে বাবার নাম

বংশপরিচয়ের জন্য ছেলে বা মেয়ের নামের সঙ্গে বাবার নাম বা বংশের নাম ব্যবহার করা উত্তম। বিয়ের পর নারীর নামের সঙ্গে নিজ বংশের নামের পরিবর্তে স্বামীর বংশের নাম অথবা পিতার নামের পরিবর্তে স্বামীর নাম যুক্ত করা অযৌক্তিক। নবীপত্নীরা ও সাহাবায়ে কেরামের স্ত্রীরা এমনটি করেননি।

মা-বাবার নামের সঙ্গে মিল রাখা

সন্তানের নাম মা বা বাবার নামের সঙ্গে মিলিয়ে রাখা জরুরি নয়। একইভাবে জরুরি নয় ছেলের নামের সঙ্গে বাবার নাম ও মেয়ের নামের সঙ্গে মায়ের নাম অথবা তার বিপরীত উল্লেখ করা। অর্থাৎ মা-বাবার নামের সঙ্গে মিল থাকা গুরুত্বপূর্ণ নয়, নামটি সুন্দর হওয়াই গুরুত্বপূর্ণ।

জন্মনিবন্ধন

শিশুর নামকরণের পর তার জন্মনিবন্ধন করা উচিত। এতে তার নাগরিক অধিকার ও জাতীয় স্বীকৃতি নিশ্চিত হয়। চিকিৎসাসেবা, শিক্ষালাভ ও আন্তর্জাতিক পরিষেবাগুলো প্রাপ্তির পথ সুগম হয়। ভবিষ্যতে সামাজিক, রাষ্ট্রীয় ও আইনগত ক্ষেত্রে সুবিধা গ্রহণ করা সহজ হয় এবং জটিলতামুক্ত হওয়া যায়।

পোস্টটি শেয়ার করে অন্যদেরকেও র দিয়ে মেয়েদের ইসলামিক নাম খুজে পেতে সাহা্য্য করুন।

আরো পড়ুনঃ

আরিয়ান নামের অর্থ কি?
ছোয়াদ নামের অর্থ কি?
আয়ান নামের অর্থ কি?
ক দিয়ে ছেলেদের ইসলামিক নাম
ট দিয়ে ছেলেদের ইসলামিক নাম
প দিয়ে ছেলেদের ইসলামিক নাম
ও/উ দিয়ে ছেলেদের ইসলামিক নাম
ই দিয়ে ছেলেদের ইসলামিক নাম
এ দিয়ে ছেলেদের ইসলামিক নাম
গ দিয়ে ছেলেদের ইসলামিক নাম
খ দিয়ে ছেলেদের ইসলামিক নাম
জ দিয়ে ছেলেদের ইসলামিক নাম
ম দিয়ে মেয়েদের ইসলামিক নাম
জ দিয়ে মেয়েদের ইসলামিক নাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button