পড়াশুনা

See you not for mind এই বাক্যের অর্থ কী? – সঠিক উওর জানুন

অনেকে জানতে চেয়েছেন “see you not for mind” এর মানে কি? তাই আমরা জানানোর চেষ্টা করবো এর অর্থ কি? ও এ বাক্য কবে, কোথায় ব্যবহার করা হয়েছে। তাহলে দেরি না করে শুরু করা যাক।

See You Not for Mind বাক্যটি সর্ব প্রথম গাইবান্ধা জেলার বামনডাঙ্গা এলাকার এক ভাই তার এক ভিডিওতে ইউস করেন। ভিডিও টি ছিলো ফানি টাইপের ভিডিও। মূলত সেই ভিডিও টি ভাইরাল হওয়ার কারনে অনেকে ঐ বাক্যটির অর্থ জানতে চেয়েছেন।

 

See You Not for Mind এর বাংলা অর্থ কি?

আসলে এটি কোন সঠিক বাক্য নয় বিধায় এর কোন অর্থ নেই। এটি ট্রল করার জন্য ব্যবহার করা হয়েছে। বাংলাদেশি এক ভাই তার এক ইউটিউব ভিডিওতে এ বাক্যটি ব্যবহার করেছেন।

তবে মজার ব্যাপার হল এ বাক্য লিখে গুগলে অনুবাদ করলে See You Not for Mind এর বাংলা অর্থ হয় “মনের জন্য দেখা হবে না”। এখানে See You এর বাংলা অর্থ “দেখা হবে” ও Not for Mind এর অর্থ “মনের জন্য নয়”।

See You Not for Mind এর বাংলা অর্থ কি

 

শেষ কথা

উনার ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন উনি ইংরেজীতে খুব একটা ভাল নয়। কারণ ভিডিওতে তিনি একবার বলেছেন “আমি তিনি ইংরেজি ছাড়া কথা বলেন না”। অথব উনার ইংরেজী বলায় অনেক ভুল রয়েছে।

তাই এটা নিশ্চিত ভাবে বলা যায় উনার সুন্দর অভিনয় ও হাসিমাখা মুখের ভাষার কারনে এ বাক্যটি জনপ্রিয় হয়েছে যার বাস্তবিক কোন অর্থ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button