আজ আমরা জানবো আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি ও তার আয়তন কত। এর সাথে উক্ত জেলা সম্পর্কে জানবো অজানা আরো কিছু তথ্য।
বাংলাদেশ স্বাধীন হবার পূর্বে জেলার সংখ্যা ছিলো মোট ১৭ টি। পরিবর্তীতে দেশ স্বাধীন হবার পর জেলার সংখ্যা বাড়ালে তা ১৯ এ উন্নীত হয়। ১৯৮৪ সালে সাবেক রাস্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ক্ষমতা কালে আরো ৪৫ টি মহকুমাকে জেলায় রুপান্তরিত করা হলে মোট জেলার সংখ্যা দাঁড়ায় ৬৪ টি।
আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হল রাঙ্গামাটি। রাঙ্গামাটি জেলার আয়তন ৬১১৬ বর্গ কি.মি. প্রায়। ২০১১ সালের আদমশুমারি পরিসংখ্যান অনুযায়ী রাঙ্গামাটি জেলার মোট জনসংখ্যা ৬,২০,২১৪ জন। পুরুষের সংখ্যা ৩,২৫,৮২৩ জন ও মহিলার সংখ্যা ২,৯৪,৩৯১ জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১০১ জন।
রাঙ্গামাটি জেলায় বৌদ্ধ ধর্মাবলম্বী সংখ্যা সব চেয়ে বেশি। এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী ৫৬.০৬%, মুসলিম ৩৬.৮২%, হিন্দু ৫.৩০%, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মাবলম্বী ১.৮২% ।
রাঙ্গামাটি জেলায় চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, বম, চাক, মুরং, ত্রিপুরা সহ প্রায় ১৪ টি উপজাতি বাস করে। রাঙ্গামাটি জেলাই বাংলাদেশের একমাত্র রিকশাবিহীন শহর। রাঙ্গামাটি জেলায় মোট ১০ টি উপজেলা, ১২ টি থানা, ২ টি পৌরসভা, ৫০ টি ইউনিয়ন, ১৫৯ টি মৌজা, ১৩৪৭ টি গ্রাম এবং ১ টি সংসদীয় আসন রয়েছে।
রাঙ্গামাটি জেলার মধ্যে সাক্ষরতার হার রয়েছে ৪৩.৬০%। রাঙ্গামাটি জেলায় রয়েছেঃ
- ১৫ টি মাদ্রাসা
- ৪১১ টি প্রাথমিক বিদ্যালয়
- ২২ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- ১ টি সরকারি মেডিকেল কলেজ
- ১ টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- ১৬ টি কলেজের মধ্যে ২ টি সরকারি
- ৫১ টি মাধ্যমিক বিদ্যালয় যার মধ্যে ৬ টি হল সরকারি
ঢাকা হতে রাঙ্গামাটি জেলার দূরত্ব ৩০৮ কি.মি.প্রায় । রাঙ্গামাটি জেলার দর্শনীয় স্থান সম্পর্কে দেখুন এখান থেকে।
শেষ কথা
আমরা চেষ্টা করেছি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা বা বিভাগ কোনটি এ প্রশ্নের সঠিক উত্তর দিতে ও এ জেলা সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্য গুলা তুলে ধরতে। আপনি উপকৃত হলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।