বৈদ্যুতিক নিরাপত্তা

লক আউট বা ট্যাগ আউট পদ্ধতি ও তা প্রত্যাহার করার নিয়ম

লক আউট বা ট্যাগ আউট ডিভাইস কি? – What is the Lock out or Tag out device?

 
 
লক আউট (Lock Out) বা ট্যাগ আউট (Tag Out) কে ইংরেজিতে সংক্ষেপে “LOTO” বলা হয়। কোন সরঞ্জামের রক্ষণাবেক্ষণের সময় উক্ত সরঞ্জামটি অন্য কেউ যাতে চালু করতে বা ব্যবহার করতে না পারে সে জন্য এ ব্যবস্থা নেয়া হয়।
 
লক আউট ডিভাইসে শুধু একটি লক থাকে আর ট্যাগ আউট ডিভাইসে লকের সাথে একটি ট্যাগ যুক্ত থাকে। ট্যাগটিতে যন্ত্রটি চালানোর সতর্কতার বা কাজের বিষয়ে নির্দেশিকা থাকে।
 
ট্যাগ আউটটি এমন হতে হবে যেন তা ২২৪.৪ নিউটন চাপ সহ্য করতে পারে এবং তা একবার ব্যবহার করা যায় এমন শেলফ লকিং বা লাইলন ক্যাবল টাই দিয়ে যুক্ত থাকে।

 

 

লক আউট বা ট্যাগ আউট ব্যবহার পদ্ধতি – The Method of Using The Lock out Or Tag out

লক আউট বা ট্যাগ আউট ব্যবহার পদ্ধতি প্রয়োগ করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করতে হয়।
 
সেগুলো হলোঃ
  • একটি সুষ্ঠ পরিকল্পনা একটি কাজ অর্ধেক করার সমান তাই পরিকল্পনা করে কাজ শুরু করতে হবে।
  • কোন যন্ত্র বা মূল সংযোগ মেরামত করতে হলে তার সাথে সংযুক্ত সকল ব্যক্তিকে লক আউট বা ট্যাগ আউট সম্পর্কে জানাতে হবে,
  • প্রয়োজনে এর সাথে যুক্ত সকল ব্যক্তিদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে,
  • লক আউট বা ট্যাগ আউট ডিভাইসটি যাতে সহযে সনাক্ত করা যায় তাই এর উপর লিখে দিতে হবে,
  • সকল বৈদ্যুতিক উৎস সতর্কতা ও যত্নের সাথে নিয়ন্ত্রন করতে হবে যাতে কোন প্রকার দূর্ঘটনা না ঘটে,
  • এ ডিভাইসের সাথে যুক্ত আছে এমন সকল ব্যক্তিদের সাথে নিয়ে কাজটি করতে হবে।
 
 
নিচে এর কার্যকর পদ্ধতিগুলো বর্ননা করা হলোঃ
দ্বায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা সুপারভাইজারের অনুমতি সাপেক্ষে লক আউট-ট্যাগ আউট পদ্ধতি সম্পাদন করতে হবে। লক আউট বা ট্যাগ আউট ব্যবহার পদ্ধতি মূলত দুই ধরনের।
 
যথাঃ
১. সাধারন লক আউট বা ট্যাগ আউট (Simple Lockout/Tag out)
২. জটিল লক আউট বা ট্যাগ আউট (Complex Lockout/Tag out)
 
 

সাধারন লক আউট বা ট্যাগ আউট

স্বল্প সংখ্যক পরিবাহী বা সার্কিটের কিছু অংশ স্থির করতে হয়। এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে এমন লোক নিয়োগ করতে হবে।
 

জটিল লক আউট বা ট্যাগ আউট

এ পদ্ধতিতে প্রথমে একটি লিখিত পরিকল্পনা করতে হবে। ইনচার্জ সকল কাজের তদারকি করবেন। প্রতিটি লক বা ট্যাগের উপর ব্যক্তির নাম, তারিখ ও কারণ লিখে দিতে হবে। একাধিক ব্যক্তি এ পদ্ধতিতে কাজ করলে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে ব্যক্তিগত লক ব্যবহার করবে এবং কাজ শেষে তা খুলে ফেলবে।
 
 

লক আউট বা ট্যাগ আউট ডিভাইস প্রত্যাহার করার নিয়ম – Lockout Tag out Removal Procedures

জরুরী কাজ শেষ হলে লক আউট-ট্যাগ আউট বিচ্ছিন্ন করতে হবে।
 
এ বিচ্ছিন্ন করণ পদ্ধতি নিচে দেয়া হলোঃ
● লক ও ট্যাগ (Lock and Tag) করা বা লক আউট ও ট্যাগ আউট (Lockout and Tag out) প্রত্যাহার করার সময় সকলকে সার্কিট বা সংশ্লিষ্ট বৈদ্যুতিক যন্তপাতি থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে,
● একজন দক্ষ ব্যক্তিকে এ কাজটি করতে হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতির সকল রকম পরিক্ষা-নিরিক্ষা করে নিতে হবে যেন কাজটি করার পূর্বে বৈদ্যুতিক যন্ত্রপাতি, গ্লোবস এবং এই ধরনের অন্যান্য ডিবাসের কানেকশন বিছিন্ন করা হয়।
● লক ও ট্যাগ গুলো একমাত্র তিনিই বিচ্ছিন্ন করবেন যিনি এ কাজটি পরিচালনা করেছেন (যেমনঃ সুপারভাইজার) । যিনি এ কাজের ব্যাপারে জানেন না বা দক্ষ নন এমন কোন ব্যক্তি বা অদক্ষ ইলেক্ট্রিশিয়ান কাজটি করবেন না।
● নিশ্চিত হতে হবে যেন এ সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি ও অন্যান্য সারঞ্জাম চলাচলের পথ অবরুদ্ধ করে না রাখে এবং তা কোন দাহ্য পদার্থের কাছাকাছি না থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button